বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে : ছেলুন জোয়ার্দ্দার এমপি

স্টাফ রিপোর্টার: ‘বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শতভাগ শিশুকে বিদ্যালয়গামী করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বছরের প্রথমদিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। আগামী বছর নতুন বইয়ের সাথে ড্রেস কেনার জন্য ২ হাজার করে টাকা দেয়ার ঘোষণাও এসেছে।’ কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি গতকাল সকালে চুয়াডাঙ্গার তালতলা শ্মশানপাড়ার মতিয়ার রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আরও বলেন, সন্তান আপনার শিক্ষিত করার দায়িত্ব সরকারের। তবে একটা কথা মনে রাখবেন, বাবার চেয়ে মায়েদেরকে সন্তানের খোঁজ বেশি রাখতে হবে। কারণ বাবারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, বাইরে থাকেন, এজন্য সন্তানের ঠিক রকম খোঁজ রাখতে পারেন না। এজন্য মায়েদেরকেও সন্তান কোথায় যাচ্ছে কি করছে তার খবর রাখতে হবে। ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বছরের প্রথমদিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কোটি কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে প্রমাণ করেছেন সরকার দেশ ও মানুষের জন্য কাজ করছে। আগে বছরের তিন-চার মাস চলে যেতো বই পেতে। এতে পড়াশোনার ব্যাঘাত ঘটতো। এখন সেই দুর্দিন আর নেই। সরকার মেধাবী জাতি গঠনে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের ভেতরে অনেক প্রতিভা লুকিয়ে থাকে। ঘুমিয়ে থাকা এসব প্রতিভা বিকশিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কোটি কোটি স্বপ্ন তুলে দিচ্ছি তোমাদের হাতে। সে স্বপ্ন ধরতে হলে পড়ার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জিনারুল ইসলাম মালিক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার এলজিইডি প্রকৌশলী আসিফুদ্দৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার, মানোয়ার হোসেন মানু, প্রধান শিক্ষক মারুফা আক্তার প্রমুখ।