পাকিস্তানে দুটি ট্রেন সংঘর্ষে নিহত ১৭, আহত ৫০

 

পাকিস্তানের করাচিতে দুটি ট্রেনর মধ্যে সংঘর্ষ হওয়ায় কমপক্ষে ১১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর জরুরি ভিত্তিতে দেশটির যাবতীয় রেল সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায় রয়টার্স। পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে করাচির লান্ধি রেলস্টেশনে। জুমা গোথ ও লান্ধির মধ্যবর্তী স্থানে ফারিদ এক্সপ্রেসের পেছনের অংশে জাকারিয়া এক্সপ্রেস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ের আঞ্চলিক সুপারিন্টেনডেন্ট নাসির নাজির বিষয়টি নিশ্চিত করেন। তবে দুর্ঘটনার কারণ নিশ্চিত নয় জানিয়ে তিনি বলেন, আগে উদ্ধার কাজ পরিচালনা করার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।