দাবি মানা হলেই কর্মসূচি প্রত্যাহার: শিক্ষক সমিতি

আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মানা হলেও টানা কর্মবিরতি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনকালে শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, শুধু অর্থের জন্য আমরা আন্দোলন করছি না। বিশ্ববিদ্যাল শিক্ষক হিসেবে যে মর্যাদা দরকার সেই মর্যাদার জন্য আমরা আন্দোলন করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীতো আমাদের কথা শোনলেন না। তিনি সচিবদের কথা শোনেছেন। আমাদের কথাগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীকে বললেই তিনি আমাদের সমস্যাগুলো সহজে বুঝতে পারবেন। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি। কিন্তু, একটি মহলের কারণে সাক্ষাতের সুযোগ পাচ্ছি না।
আরেক শিক্ষক নেতা প্রফেসর ড. এ এস এম কামাল বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদেরকে বলেছেন, অর্থমন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, তাহলে আমরা ধরে নেবো আমাদের আন্দোলন যদি দির্ঘায়িত হয় কিংবা দাবি না মানা হয় তাহলে এর পেছনে অর্থমন্ত্রীর হাত আছে।

ওই শিক্ষক নেতা বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের দাবি যদি আজকে মেনে নেওয়া হয়, তাহলে আমরা আজকেই ক্লাসে ফিরে যাবো।