ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার কৃষ্ণনগর ওয়াপদা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ডাকাত সন্দেহে ধরে এদের গণপিটুনি দিলে তিন জন প্রাণ হারায়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, গণপিটুনিতে নিহত তিন ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গভীর রাতে একদল লোক এলাকায় জড়ো হয়। তাদের ডাকাত বলে সন্দেহ করে এলাকাবাসী। একপর্যায়ে এলাকাবাসী ওই লোকদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

স্থানীয়রা জানায়, ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার বঙ্গবন্ধু পার্কের কাটাখাল নামক স্থানে বুধবার সকালে তিনটি লাশ পড়ে থাকতে দেখা যায়। তাদের একজনের বয়স ৩০-৩২ এবং অপর দুজনের চল্লিশের কাছাকাছি। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে রক্ত থাকায় গুলি করে নাকি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে- তা স্পষ্ট নয়।কাটাখাল এবং কপোতা নদের সংযোগস্থলে ছোট্ট একটি পার্ক করা হয়েছে স্থানীয় পৌরসভার উদ্যোগে। এই পার্কের ভেতরে সামান্য দূরত্বে লাশগুলো পড়ে ছিল। সকাল থেকে প্রচুর মানুষ লাশগুলো দেখলেও কেউ তাদের পরিচয় জানতে পারেনি।