চুয়াডাঙ্গায় বিবাহবার্ষিকীর কেক কাটলেন কোলকাতার নায়িকা চুমকি চৌধুরী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ১৩তম বিবাহবার্ষিকী পালন করেছেন কোলকাতার প্রখ্যাত নায়কা চুমকি চৌধুরী। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা শহরের ড. এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে বাচ্চাদের সাথে নিয়ে কেক কেটে বিবাহবার্ষিকী পালন করেন তিনি। এসময় চুমকি চৌধুরী, স্বামী বিশিষ্ট অভিনেতা সজল ভট্টচার্য্য, বিশিষ্ট চিত্রপরিচালক অমল রায় ঘটক ও তার সহধর্মিনী পাপীয়া রায় ঘটক উপস্থিত ছিলেন। সকাল ১০টার দিকে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ম্যাপ এ্যাগ্রো কোম্পানির চেয়ারম্যান এবং ড. এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ড. এআর মালিক ও কৃষি সম্প্রসারণ অধিদফতের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। স্কুলের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও চৈতির প্রাণবন্ত উপস্থাপনায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নূরে আলম মোর্শেদা, আন্তর্জাতিক সাহিত্য সংগঠক কার্পাসডাঙ্গা রবিউল হোসেন সুকলাল।
জানা গেছে, ডা. এআর মালিকের আমন্ত্রণে বাংলাদেশের চুয়াডাঙ্গায় বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে স্বামী সজল ভট্টাচার্যকে নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন চুমকি চৌধুরী। এসময় অনুষ্ঠানে অভিনেত্রী চুমকি চৌধুরীর স্বামী অভিনেতা সজল ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
ভারতের প্রখ্যাত অভিনেত্রী চুমকী চৌধুরী বলেন, ‘এপার বাংলা ওপার বাংলা একই সূত্রে গাঁথা। বাংলাদেশে তার বাবা মায়ের বাড়ি হওয়ায় এ দেশের প্রতি ভালোবাসা চিরদিনের। বাংলাদেশের নাটক আমার ভালো লাগে। তবে আগের দিনের এবং এখনকার সিনেমার অবস্থা দুই বাংলাতে একই রকম।’ বাংলাদেশে আসার পর অনুভূতির বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি এখানে বাংলাদেশের সংস্কৃতি দেখতে পেয়ে খুবই আনন্দিত।
ডা. এআর মালিক জানান, অভিনেত্রী চুমকি চৌধুরীর প্রতি ভালোবাসা শুধু পশ্চিমবঙ্গের মানুষের আছে এমনটা না। বাংলাদেশে অনেক দর্শক আছে যারা তার অভিনয় পছন্দ করেন। বাংলাদেশের মানুষ ও এ দেশের সংস্কৃতিকে জানতে চুমকি চৌধুরীকে আমন্ত্রণ করা হয়। ১৯৯০ সালে হিরক জয়ন্তী সিনেমার মধ্যদিয়ে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন চুমকি চৌধুরী। তার বাবা ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অঞ্জন চৌধুরী। চুমকি চৌধুরী বড় বউ, মেজ বউ, অভাগিনী, পূজা ও লোফারসহ ৩০টির মতো দর্শক নন্দিত সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।
তিনদিনের সফর শেষে আজ রোববার সকালে কোলকাতার উদ্দেশে রওনা হবেন চমকি চৌধুরীসহ তার সফর সঙ্গীরা। তাদের সাথে কোলকাতায় যাবেন কার্পাসডাঙ্গার কৃতি সন্তান আন্তর্জাতিক সাহিত্য সংগঠক রবিউল হোসেন সুকলাল। তিনি কোলকাতায় পৌছে আগামীকাল সোমবার বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার মেয়ে নায়িকা কোয়েল মল্লিকের বাসায় যাবেন। সেখানে ড. এআর মালিকের প্রতিনিধি হিসেবে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে বাংলাদেশে তথা চুয়াডাঙ্গায় আসার আমন্ত্রণ জানাবেন।