চুয়াডাঙ্গায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক হওয়ারও আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ‘পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার দাস, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান ও আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কি নোট পেপার উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। প্রবন্ধের ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ তথা পৃথিবীকে এগিয়ে নিতে হবে। মোবাইল বা কম্পিটার গবেষণা কাজে লাগাতে হবে। এতে অযথা সময় নষ্ট করা যাবে না। এছাড়া শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক হওয়ারও আহ্বান জানান বক্তারা।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফিরোজ হোসেনের পরিচালনায় শুরু হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার চার উপজেলা থেকে বাছাই করা ৮টি স্কুলের শিক্ষার্থী অংশ নেয়। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এ তিন রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেছে আলমডাঙ্গার আল ইকরা ক্যাডেট একাডেমি, দ্বিতীয় স্থান অধিকার করেছে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল ও তৃতীয় স্থান অধিকার করেছে দর্শনা কেরু অ্যান্ড কোং উচ্চ বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুরাইয়া মমতাজ, হাবিবুর রহমান ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।