চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময়সভা

স্টাফ রিপোর্টার: ‘চুয়াডাঙ্গা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে চায়, গড়তে চায় মাদকমুক্ত সমাজ। অন্যায় রুখে ন্যায় প্রতিষ্ঠা পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ঠ নয়। এজন্য প্রয়োজন সমাজের সচেতন দায়িত্বশীল ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা।’
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জেলা কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনময়সভায় উপরোক্ত মন্তব্য করে বলেন, এ জেলায় আসার আগে যে ধারণা জন্মেছিলো তা কয়েকদিনেই বদলে গেছে। ফলে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণœ রেখে মাদকসহ সকল প্রকারের অপরাধ প্রবণতা রুখে আরও সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ গড়ার প্রত্যয় নিয়েছি। পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের সহযোগিতা নিয়ে সামনের দিনগুলো সুন্দর তথা পূর্ণ নিরাপদ করাই এখন জেলা পুলিশের লক্ষ্য।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি ও মত বিনিময়সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবুল বাসারকে পাশে রেখে পুলিশ সুপার জাহিদুল ইসলাম আরও বলেন, সবকিছু একদিনে হবে না। তবে ভালো কিছু করার কাজটা শুরু করতে পারলে তার সুফল পাওয়া যায়। পুলিশ সুপার হিসেবে দায়িত্বগ্রহণের পর থেকে যেভাবে ফুল দিয়ে আমাকে কাছে টানা হয়েছে, বিদায়ের সময়ও যেন ফুল নিয়ে হাসিমুখে নতুন কর্মস্থলে যেতে পারি সে লক্ষে প্রতিটি পদক্ষেপই স্বচ্ছ্বতার সাথে করতে চাই।
পরিচিতি ও মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইস্রাফিল, চুয়াডাঙ্গা পৌরসভা মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর চেয়ারম্যান মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম ঝণ্টু, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশীদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, প্রবীণ আইনজীবী সাবেক পিপি ও সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলী, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন হেলাল উদ্দীন, শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস ও জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ চেম্বারের সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু, ব্যবসায়ী নেতা মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, দর্শনার রুস্তম আলী, সোনালী ব্যাংক ম্যানেজারের প্রতিনিধি আইটি অফিসার শাহাবুদ্দিন আহম্মদ। পরিচিতি পর্বের পর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান প্রমুখ। বক্তারা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে পুলিশের সকল কাজে সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি দর্শনায় সম্প্রতিকালের খুনের বিষয়টিও উঠিয়ে আনেন। পুলিশিং কমিটি গঠনের সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে কর্মরত মফিজ উদ্দীন আহম্মদের কর্মতৎপরতা যেমন বক্তাদের মুখে উচ্চারিত হয় তেমনই সদ্য বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমানের (পিপিএম-বার) কাজে আন্তরিকতার বিষয়টিও উঠে আসে।