করোনায় স্কুল-কলেজের ছুটির মেয়াদ আরও বাড়লো

অনলাইন সংস্করণ: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের যুগান্তরকে জানান, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এজন্য ওই তারিখ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সব ধরনের কোচিং সেন্টারও ওই সময় পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে গত ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছিলো। শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধের কারণে পাঠদানের ধারাবাহিকতা রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েছে সরকার। গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করা হয়েছে। আর প্রাথমিকের ক্লাস দেখানো শুরু হয় গত ৭ এপ্রিল থেকে।