আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : মসিউর

 

ডাকবাংলা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনের ব্যবস্থা করছে। নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছে। তাই এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলীয় সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ ১৬ কোটি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে।

গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিএনপি নেতা জিয়াউল ইসলাম ফিরোজ, আব্দুর রউফ জোয়ার্দ্দার, খলিলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রওশন বিন কদর মিরণ, সদর উপজেলা যুবদলের সহসভাপতি কামাল হোসেন প্রমুখ। জনসভায় সাধুহাটি, সাগান্না, মধুহাটি ও হলিধানী ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত হয়। জনসভায় মসিউর রহমান বলেন, এখন আর পেছনে তাকানোর সময় নেই। এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো বাধা-বিপত্তি এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। মসিউর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন না। যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করেন তবে জনগণ আপনাদের ক্ষমা করবে না। মসিউর আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি: প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণযোগ্য হয়নি দাবি করে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন তা অস্পষ্ট। সে সরকারের প্রধান কে হবেন তা খোলাসা করেননি। এ প্রস্তাবে সংশয় রয়ে গেছে। প্রধানমন্ত্রী সংসদ বহাল রেখে, প্রশাসনকে কুক্ষিগত রেখে অসম প্রতিযোগিতার আহ্বান জানাচ্ছেন বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবি সম্পর্কে কোনো আলোচনার অবকাশ না রেখে একতরফাভাবে শুধু নিজের সুবিধা অনুযায়ী একটি প্রস্তাব তুলেছেন। তিনি কেবল নির্বাচনের তারিখ নিয়ে বিরোধীদলের পরামর্শ চেয়েছেন। তার এ বক্তব্যে জাতি হতাশ হয়েছে। আমি এখনো মনে করি, আলোচনার মাধ্যমেই বিষয়টির সুরাহা করা দরকার।

খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক ধারা অক্ষুন্ন রেখে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই। এ জন্যই তারা জাতীয় নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি তুলেছেন। এ দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

খালেদা জিয়া বলেন, সরকার জনগণের দাবির প্রতি সম্মান দেখাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার অনুকূলে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু সরকারের অনড় অবস্থান এবং জনসাধারণ ও বিরোধী দলের প্রতি যুদ্ধংদেহী আচরণ সবাই হতাশ করেছে।

ভুলের পুনরাবৃত্তি নয়: অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এসব ভুল না করার অঙ্গীকার করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, মানুষ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। এ কথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে অতীতে আমাদেরও ভুলভ্রান্তি হয়েছে। তবে একই সাথে আমি বলতে চাই যে আমরা ওই সব ভুল থেকে শিক্ষা নিয়েছি। ভবিষ্যতে একটি উজ্জ্বল, অধিক স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমি সেই প্রবচনের সাথে একমত যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। তাই আমরা অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি করবো না।

ক্ষমা ঘোষণা: খালেদা জিয়া বলেন, পরিবর্তনের কথা কেবল মুখে বলাই যথেষ্ট নয়। কেননা, এ দেশের জনগণ অতীতেও পরিবর্তনের অঙ্গীকার রাজনীতিকদের কণ্ঠে শুনেছে। তাই তিনি একটি কথা বলে পরিবর্তনের সূচনা করতে চান। তাকে যারা ব্যক্তিগত আক্রমণ করেছেন তাদের তিনি ক্ষমা ঘোষণা করেন। খালেদা জিয়া বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে যারা আমার এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অতীতে নানা রকম অন্যায়-অবিচার করেছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং এখনো করে চলেছেন, আমি তাদের প্রতি ক্ষমা ঘোষণা করছি। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সরকারে গেলেও আমরা তাঁদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। আমি কথা দিচ্ছি, আমার দৃষ্টি নিবন্ধ থাকবে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ও অধিক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার কাজে। প্রতিশোধ নেয়ার, প্রতিহিংসা চরিতার্থ করার মতো কোনো ইচ্ছা ও সময় আমার নেই। আমি প্রতিশোধ-প্রতিহিংসা মেটানোর জন্য কোনো সময় ব্যয় করবো না। বিএনপি চেয়ারপারসন দাবি করেন, তার কাছে প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা ও আত্মীয়স্বজন সম্পর্কে বিস্তর অভিযোগ ও তথ্য থাকা সত্ত্বেও এ নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। খালেদা জিয়া বলেন, ‘আমি মনে করি, অনেক হয়েছে। বাংলাদেশের সুরুচিবান মানুষ আর এসব শুনতে চান না।’

সরকার হবে জাতীয় ঐক্যের: খালেদা জিয়া জানিয়েছেন ভবিষ্যতে তার দল যে সরকার গঠন করবে তা হবে সব ‘নাগরিকের প্রতিনিধিত্বকারী সরকার’। মেধা ও মননশীলতার সরকার। জাতীয় ঐক্যের সরকার। যারা সমাজের জন্য অবদান রাখতে পারেন, যারা দেশের জন্য সুনাম বয়ে আনেন, যারা সৎ-যোগ্য-দক্ষ, যারা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেন, যারা নেতৃত্ব দিতে পারেন, রাজনৈতিক মত-ধর্ম-নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে সেই সব মেধাবী ও যোগ্য নাগরিকদের আগামী দিনের জাতীয় ঐক্যের সরকারের সাথে কাজ করার আগাম আমন্ত্রণ জানান খালেদা জিয়া।

বাংলাদেশের মাটি সন্ত্রাসীদের জন্য নয়: আওয়ামী লীগের আমলে বিভিন্ন বোমা হামলার ঘটনার উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার আওয়ামী লীগের বিগত সরকারের আমলেই ঘটেছিলো। আওয়ামী লীগ কোনো বিচার করেনি। বিএনপি ক্ষমতায় এসে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের আমলে সৃষ্ট এ জঙ্গিবাদ ও সন্ত্রাস আমাদের সরকারের আমলেও অব্যাহত ছিলো। তবে আমরা জঙ্গিদের শনাক্ত করতে সক্ষম হই। তাদের সংগঠন ও তত্পরতা নিষিদ্ধ করি। শীর্ষ জঙ্গিনেতাদের গ্রেফতার ও তাদের বিচারের ব্যবস্থা করি। আমাদের সরকারের আমলেই শীর্ষ জঙ্গিদের বিচারে মৃত্যুদণ্ড হয়, পরে তা কার্যকর করা হয়েছে। আমাদের সর্বাত্মক প্রয়াসে জঙ্গিবাদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভেঙে দেয়া সম্ভব হয়। বিরোধীদলীয় নেতা বলেন, ভবিষ্যতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লড়াই শুধু অব্যাহতই থাকবেই না, সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক কোয়ালিশনের সক্রিয় সদস্য হিসেবে অন্যান্য দেশ ও সংস্থার সাথে মিলে এ সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশের মাটিকে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অথবা অন্য কোনো ধরনের সন্ত্রাসী তত্পরতায় কখনো ব্যবহার করতে না দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

আঞ্চলিক সহযোগিতা: ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন খালেদা জিয়া। তিনি বলেন, আমরা জনগণের সমর্থনে ভবিষ্যতে সরকারে গেলে প্রতিবেশী দেশগুলোর সাথে মিলে আমরা একযোগে কাজ করবো। বিদ্যমান সম্পর্ক বহাল রাখার পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা, সাংস্কৃতিক ও সামাজিক খাতে সহযোগিতা বাড়ানোর নতুন পথের সন্ধান আমরা করবো।’ শান্তি, স্থিতি, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা এ অঞ্চলের জনগণের জীবনমানের উন্নয়ন ও বিকাশের ভিত্তি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘কোনো দেশ ও অঞ্চলই এখন আর বিচ্ছিন্ন দ্বীপ হয়ে থাকতে পারে না। তাই আমাদেরকে বিশ্বসমাজের শরিক হিসেবে ভূমিকা ও অবদান রাখতে হবে। বাংলাদেশ অস্থিতিশীল হলে দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হবে। আর দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হলে বিশ্বসমাজে তার প্রভাব পড়বে। সে কারণেই আমরা এমন নীতি গ্রহণ করবো যা দেশের এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করবে। শান্তিপূর্ণ ও নিরাপদ এক বিশ্বসমাজ গড়ে তুলতে বাংলাদেশ ও আমাদের প্রতিবেশী সব দেশ যাতে ইতিবাচক অবদান রাখতে পারে ভবিষ্যতে আমাদের সরকার সেভাবেই কাজ করবে।