আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

স্টাফ রিপোটার: মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধবাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উত্সবমুখর পরিবেশ, বর্ণিলনানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় রাজধানীসহ সারাদেশে উদযাপিত হয় দেশেরপ্রাচীনতম ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের জন্মদিন।চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগগতকাল সোমবার সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এরপর বিকেল ৪টায় শুরু হয় দলীয় কার্যালয়ের সামনে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন,১৯৪৯ সালের এইদিনে পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী লীগের আত্মপ্রকাশ ঘটে। এদলটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিলে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান,অ্যাড শামসুজ্জোহা,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ,আইন বিষয়ক সম্পাদক অ্যাড আব্দুল মালেক,শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক,সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক হযরত,জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েদ বিন সুস্তির,কলেজছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল,প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না,ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান লিটু,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কহিনুর বেগমসহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাও. এবাদত হোসেন দাড়িয়া। এরপর ৬৫ পাউন্ডের কেক কেটে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস।

ঝিনাইদহ অফিস জানিয়েছে,ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঝিনাইদহে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। জন্মদিনের কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমানসহ নেতৃবৃন্দ। এসময় দলীয় নেতা-কর্মীদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। পরে আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদ জোয়ারদারের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান। সমাবেশে আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, আবদুল খালেক, তৈয়ব আলী জোয়ারদার, আক্কাস আলী, শাহ মো. ওয়াজেদ আলী, আবদুস সামাদ, নূরজাহান বেগম, শিরিনা রহমান, অশোক ধর, আসাদুজ্জামান আসাদ ওইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

এদিকে সকালে জেলা যুবলীগ নেতাকর্মীরা শহরে একটি মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্মআহবায়ক রাশিদুর রহমান রাসেল, যুবলীগ নেত জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। দুপুর ১২টার দিকে সরকারি কেসি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। পরে কেসি কলেজ শহীদ মিনার চত্বরে সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রেজওয়ানুল হক রিপন, আবু সুমন বিশ্বাস, আশরাফুজ্জামান সুমন, হাবিবুর রহমান টোকন, রেজওয়ানুল ইসলাম বাপ্পী, অমিয় মজুমদার অপু বক্তব্য রাখেন। জেলার মহেশপুর হাইস্কুল মাঠে পৌর আওয়ামী লীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। সেখানে সাবেক সংসদসদস্য শফিকুল আজম খান চঞ্চলের সমর্থকরা হামলা চালায়। এসময় নবী নেওয়াজ সমর্থকরা তাদের ওপর পাল্টা হামলা চালালে কয়েকজন আহত হন। হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু বক্তব্য রাখেন।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছে, গতকাল সোমবার সকালে মহেশপুর আ.লীগ অফিসে কেক কেটে ও শহরে র‌্যালি করে আ. লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। র‌্যালি শেষে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ। উপজেলা চেয়ারম্যান আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদ, এসবিকে চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, শরিফুল ইসলাম শরিফ, আব্দুল হক মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলীর নেতৃত্বে জেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। ব্যান্ড বাজিয়ে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন র‌্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা। পরে মেহেরপুর হলে অনুষ্ঠিত আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী,সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল,জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম পল্টু,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।