অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী উৎসব সম্পন্ন

 

শেষ দিনে মঞ্চস্থ হলো চা শ্রমিকদের ‍‌‌‌‌‍মুল্লুক নাটক

খাইরুজ্জামান সেতু: অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী অরিন্দম সাংস্কৃতি উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান, আলোচনাসভা ও মঞ্চ নাটকের মধ্যদিয়ে এ উৎসব সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান তা-থৈ তা-থৈ। এরপর শুরু হয় আলোচনাসভা শেষ দিনের আলোচনাসভা প্রতিপাদ্য বিষয় ছিলো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাটক: সময়ের দাবি। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সিরাজুল ইসলাম, আলোচক ছিলেন মেহেরপুর মুজিবনগর সরকারি কলেজের প্রভাষক মোহা. মোরাদ হোসেন। অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আ.শু. বাঙালী, ধন্যবাদ জ্ঞাপন করেন অরিন্দম উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম মালিক ও সভাপতিত্ব করেন অরিন্দমের নির্বাহী সদস্য আব্দুল মোমিন টিপু। শেষে অনুষ্ঠিত হয় ঢাকা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় বাকার বকুলের রচনা ও নির্দেশনায় নাটক মুল্লুক। এই নাটকের প্রতিপাদ্য নিষয় ছিলো ১৯২১ সালে চা শ্রমিকদের মুল্লুক চল আন্দোলন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া দেশ পাকিস্তান এবং স্বাধীনতা উত্তর রাষ্ট্রে বাংলাদেশে একই দাসত্বের বৃত্তে বন্দি থাকা মানুষদের নিয়ে। নাটকটি শুরু এবং শেষ হয় একটা বৃদ্ধাকে নিয়ে। যে বৃদ্ধার বয়স একটি জনগোষ্ঠীর দাসত্বকালীন সময়।