হাসপাতালে দিলীপ কুমার

 

 

 

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার শ্বাসকষ্টের কারণে তাকে দিবাগত রাত আড়াইটার দিকে তাকে বান্দ্রার লীলবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিত্সক জলিল পারকার বলেছেন, তিনি অসুস্থ সেটি আমি ফোনে জানতে পেরেছি। তার জ্তর হয়েছে এবং কয়েকবার বমিও করেছেন। তিনি নিউমোনিয়াতে ভুগছিলেন। তার রক্তের শ্বেত রক্তকণিকা বেড়ে গেছে। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিলীপ কুমারের পরিবার জানিয়েছে, তাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ৯৩ বছর বয়সী দিলীপ কুমারের প্রকৃত নাম মোহম্মদ ইউসুফ খান। ছয় দশকের অভিনয় জীবনে তিনি ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুগল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অর শ্যাম’, ‘কর্ম’ ও আরো অনেক ছবি উপহার দিয়েছেন। দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবিতে কাজ করে তিনি এই আখ্যা পেয়েছেন। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।

গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯৪ সালে তাকে পদ্মভূষণ দেয়া হয়। এর তিন বছর পর তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান।