সঙ্গীতশিল্পী নীরদ কুমার সাহাকে আজীবন সম্মাননা প্রদান ও তার জীবনের ওপর নির্মিত তথ্যচিত্রের মোড়ক উন্মোচন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার স্থানীয় প্রথিতযশা সঙ্গীতশিল্পী নীরদ কুমার সাহাকে সঙ্গীতক্ষেত্রে  অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া তার জীবনের ওপর নির্মিত তথ্যচিত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘আলমডাঙ্গার ইতিহাস’ নামক গ্রন্থ রচনার জন্য লেখক রাজ কুমার রামেকাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদর্শিত হয়। গত শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনাড়ম্বর ওই অনুষ্ঠানে আলমডাঙ্গা থানার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা দুলাল তথ্যচিত্রের মোড়ক উন্মোচন করেন। তিনি নীরদ কুমার সাহার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে কোনো সভাপতি বা প্রধান অতিথি ছিলেন না। বরং দর্শকশ্রোতাদের সারি থেকে উপস্থিত মুক্তিযোদ্ধারা মঞ্চে উঠে গিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। অন্যান্যের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান এম সবেদ আলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সরোয়ার।