মেহেরপুরে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ মঞ্চায়িত

মেহেরপুর অফিস: অপসাংস্কৃতি রোধে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে চলছে ৫ দিনব্যাপি যাত্রা উৎসব। গতকাল ৩য় দিনে মঞ্চায়িত হয় শ্রী উদয় ভানুর রচনায় এবং তজিমউদ্দিন ও লাল্টুর পরিচালনায় যাত্রাপালা ‘জেল থেকে বলছি’। এতে অভিনয় করেন আসাদুজ্জামান লাল্টু, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক বাবু, সাইদুর রহমান, তাহাজউদ্দিন, মাহাবুবুল, তজিমউদ্দিন, হাসি, বিউটি, ময়না, বেদানা প্রমুখ।
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, মিসেস খায়রুল হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুগ্মসম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য নিশান সাবের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহবুবুল হক মন্টুসহ পার্ক ভর্তি দর্শক-শ্রোতা সেখানে উপস্থিত ছিলেন।