এনার্জি ড্রিঙ্কস মাদকাসক্ত করে তোলে

 

স্টাফ রিপোর্টার: নিয়মিত এনার্জি ড্রিঙ্কস পান করলে যেকোনো ব্যক্তি ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে উঠতে পারেন। শুধু তাই নয়, শান্ত স্বভাবের মানুষও বদলে যেতে পারের বদমেজাজি রূপে। সম্প্রতি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ইউবিসি সাউডার স্কুল অব বিজনেস বিভাগের একদল গবেষকের গবেষণায় চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে। ভ্যাঙ্কুয়াভারভিত্তিক সংবাদ মাধ্যম ইউবিসি নিউজের এক প্রতিবেদনে ওই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা যায়, নিয়মিত এনার্জি ড্রিঙ্ক খেলে মাদকাসক্ত হয়ে পড়ার সম্ভাবনা খুবই বেশি। বিশেষত, ২১-২৫ বছরের ছেলেমেয়েদের মধ্যে এই ধরনের পানীয় পান করার প্রবণতা বাড়ছে। অনেকে মনে করেন, এনার্জি ড্রিঙ্ক পান করলে শরীরে শক্তি উৎপন্ন হয়। এতে করে আপনি অনেক বেশি কাজ করতে সক্ষম হবেন। তবে এই কথাটি মোটেও সত্য নয়, বলে ওই গবেষণায় উঠে এসেছে। জার্নাল অফ অ্যাডিকশন মেডিসিনের রিপোর্ট অনুযায়ী, এনার্জি ড্রিঙ্কসে উচ্চ পরিমাণে ক্যাফেইন থাকার ফলে আমাদের শরীরে কার্ডিয়াক জটিলতা দেখা দিতে পারে। তবে এটাই প্রথম নয়, এর আগেও বিভিন্ন রিপোর্টে জানান হয়েছিলো, কার্ডিওভাসকুলারে সমস্যা তৈরি করা ছাড়াও এনার্জি ড্রিঙ্ক পান করার ফলে অস্বাভাবিক হৃদস্পন্দন বৃদ্ধি পেতে পারে। হৃদযন্ত্রের অস্বাভাবিক ক্রিয়ার কারণে এই রোগের নাম দেয়া হয়েছে আট্রিয়াল ফিব্রিলিয়েশন। দৈনিক ৩২০ মিলিগ্রাম এনার্জি ড্রিঙ্ক পান করলে এই সমস্যা হতে পারে। অতিরিক্ত ক্যাফেইনের ফলে হৃদযন্ত্রে সমস্যা হবার পাশাপাশি বমি এবং পেটের বিভিন্ন সমস্যাও দেখা যায়।