অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ শাকিব খান

স্টাফ রিপোর্টার: বাংলা চলচ্চিত্রের অস্থিরতা যেন কমছেই না। বরং দিন যতো গড়াচ্ছে সেটা আরো জটিল হয়ে দেখা দিচ্ছে। কেননা বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে পরিচালক সমিতি। আজ রোববার থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কোনো সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার বিকেল ৫টায় বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। সে সভাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্যাডে লিখিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। তবে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতি পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে একাত্মতা ঘোষণা করেনি বলে জানা গেছে। এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বলেন, শাকিব খান বলেছেন, অ্যাসোসিয়েশন কী বললো না বললো তাতে আমার কিছু আসে-যায় না। শাকিব যদি স্বীকার করেন, আমার দেশের টেকনিশিয়ানরা ভালো কাজ করেন। তবেই আমরা তার সাথে কাজ করবো। শাকিব বলছেন, আমিই (মহাসচিব) নাকি সব করেছি। এখানে পরিচালক সমিতির মহাসচিব আমি। এখানে আমাকে সব কিছুতে সাইন করতে হবে। এটা আমার সাংবিধানিক দায়িত্ব। আমি ছাড়া ১৭ জন আছেন। সবাই এই সিদ্ধান্তে একমত হয়েছেন। আমার ব্যক্তিগত কিছু হলে তারা একমত হতেন না। এদিকে পরিচালক সমিতির সিদ্ধান্ত অমান্য করে শাকিব খানকে নিয়ে শুটিং করায় রংবাজ ছবির পরিচালক শামীম আহমেদ রনির সদস্য পদ বাতিল করেছে দেশের চিত্রনির্মাতাদের একমাত্র সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতি।