অগত্যা বাইকে সালমান

মাথাভাঙ্গা মনিটর: ১৯৯৩ সালে মুম্বাই হামলার মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেননের ফাঁসি না দেয়ার আহ্বান জানিয়ে টুইট করার পর বিতর্ক পিছু ছাড়ছে না সালমান খানের। টুইট মুছে ফেলে দুঃখ প্রকাশ করার পরও তার বাড়ির সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। এমন অবস্থায় বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোনো সম্ভব না হওয়ায় নিজের নিরাপত্তারক্ষীর বাইকের পেছনে চড়েই মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পড়লেন বজরঙ্গি ভাইজান হিসেবে পরিচিতি পাওয়া এই বলিউড তারকা। বিতর্কিত টুইট করার পর থেকেই জনরোষের মুখে রয়েছেন সালমান খান। অনেকেই তার হিট অ্যান্ড রান মামলার জামিন বাতিল করার দাবি তুলেছেন। নিজেই যখন আইনি জটিলতায় তখন এমন বিতর্কিত টুইট করে আর বিপদ ডেকে আনতে চাইছেন না তিনি। আর তা বুঝতে পেরে নিজেই টুইটারে নিজের আগের টুইটগুলোর জন্য ক্ষমা চেয়ে টুইটগুলো ডিলিট করে দিয়েছেন। এই ঘটনার পর থেকেই সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সালমানের বাড়ির বাইরে এতো বিক্ষোভকারীদের ভিড় জমেছে যে ওই ভিড় ঠেলে গাড়ি আসা সম্ভব নয়। তাই গন্তব্যে পৌঁছতে এক নিরাপত্তা রক্ষীর বাইকে করে বেরিয়ে পড়তে দেখা গেলো তাকে। মুম্বাইয়ের রাস্তায় বাইকের পেছনে বসে থাকতে দেখা গেলো সালমানকে। তার নিরাপত্তারক্ষী বাইকটি চালাচ্ছিলেন পাশাপাশি কেউ যাতে ছবি না তোলেন সে দিকেও নজর রাখছিলেন। কয়েক দিন আগেই বজরঙ্গি ভাইজান ছবির মাধ্যমে নিজের তারকা খ্যাতি নতুন করে তুঙ্গে তুলেছেন সালমান। কিন্তু তার একটি ছোট্ট ভুলের জন্য এখন সেই জনতাই তার ছবির পোস্টার ছিঁড়ছে।