৯ দিনের মাথায় আবারও কেরুজ ডিহি বাণিজ্যিক খামারের আখে আগুন : ২০ একর জমির আখ ভস্মীভূত

বেগমপুর প্রতিনিধি: আবারও ৯ দিনের মাথায় ডিহি কেরুজ বাণিজ্যিক খামারের আখে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই খামারের প্রায় ২০ একর আখ ভস্মীভূত হয়েছে। অভিযোগের তীর ঠিকাদারের দিকে। কেরুজ আখক্ষেতে আগুন লাগে না লাগানো হয় তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন?

জানা গেছে, আবার ও ৯ দিনের মাথায় কেরুজ ডিহি বাণিজ্যিক খামারের জি ব্লকে গতকাল সোমবার সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ঘটনায় প্রায় ২০ একর জমির আখ ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে কর্তৃপক্ষ লোকসান কমাতে পোড়া আখ চিনিকলে আনতে মরিয়া হয়ে উঠেছে। প্রায়ই কেরুজ নিজস্ব জমির আখে অগ্নিকাণ্ডের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করে বলেছেন, কেরুজ আখের জমিতে আগুন লাগে না, আগুন লাগানো হয় পরিকল্পিতভাবে। এর পেছনে ঠিকাদারের ইন্ধন থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। কারণ যে সমস্ত আখের জমিতে ঘাসের পরিমাণ কম থাকে সেখানকার আখ পরিষ্কার-পরিচ্ছন্ন করে চিনি কলে আনতে লেবার খরচ বেশি হয়। আর আগুনে পুড়ে গেলে ওই আখ তড়িঘড়ি করে কেটে চিনিকলে আনতে হয়। পোড়া আখ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হয় না। যার কারণে লেবার খরচ কম পড়ে। অন্য একটি সূত্র বলেছে, স্থানীয় লেবারদের রেষারেষির কারণে হয়তো কেউ শত্রুতামূলক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আখে খুব-বেশি ক্ষতি হয় না। যার কারণে এ ধরনের ঘটনায় সেভাবে তদন্ত বা শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না।

এ বিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের মতামত জানতে যোগাযোগ করা হলে তিনি মোবাইলফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।