৮৪ ঘণ্টার হরতালে ঝিনাইদহে ২৬ মামলায় আসামি ১ হাজার ১৩৯

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় গত ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টানা হরতালে ঝিনাইদহ সদর থানায় ৬টি মামলা দায়ের করা হয়। ১১৬ জনের নাম উল্লেখসহ অসংখ্য নেতাকর্মীকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে। সদর উপজেলায় এ পর্যন্ত ১৬ জন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। হরতালের সময় হরিণাকুণ্ডু উপজেলায় ১৩টি মামলায় ৭৭৭ জনের নাম উল্লেখসহ চার হাজার জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ২০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। শৈলকুপা উপজেলায় ৫টি মামলায় ১৫৩ জনের নাম উল্লেখসহ অসংখ্য নেতাকর্মীকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। কালীগঞ্জ উপজেলায় একটি মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫৫ জনকে আসামি হিসেবে দেখানো হয়েছে। মহেশপুর উপজেলায় একটি মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমান পুলিশ অভিযানে এসব মামলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এদিকে ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টার হরতালে ঝিনাইদহের ৬ উপজেলায় ২৬টি মামলায় মোট আসামি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুলিশ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৮ জন বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে।