৮ম জাতীয় কাব ক্যাম্পুরিতে সারাদেশের মধ্যে দামুড়হুদার খুদে স্কাউটরা চ্যাম্পিয়ন : বিভিন্ন মহলের অভিনন্দন

দামুড়হুদা প্রতিনিধি: ৮ম জাতীয় ক্যাম্পুরিতে দামুড়হুদার খুদে স্কাউটসরা চ্যাম্পিয়ন হয়েছে। ‘আমরা করবো জয়’ এই স্লোগানকে সামনে নিয়ে গত ২৩ জানয়ারি থেকে গত ২৭ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী ঢাকার নন্দন পার্কে ৮ম জাতীয় কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়। গত বুধবার ছিলো নির্বাচিত কাবদের পরিবেশনায় মহাতাঁবু জলসা। বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার প্রফেসর সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের বিধি বিষয়ক জাতীয় কমিটির সভাপতি সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি কাবদের পরিবেশনায় মহাতাঁবু জলসায় সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন দামুড়হুদার ক্ষুদে স্কাউটদের হাতে পুরস্কার তুলে দেন।
দামুড়হুদা উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করেন দামুড়হুদার মদনা স্কুলের ছাত্রী খুশি, মনিকা, তানসিলা, লামিয়া, তানজিদা ও জান্নাতুল। আর এ দলের নেতৃত্বে ছিলেন জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার শিক্ষিকা সূপর্না দাস। তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এ কৃতিত্ব শুধু আমার একার নয়। এ কৃতিত্ব আমার জেলাবাসীর। চুয়াডাঙ্গা জেলার সকল মানুষের দোয়া ছিলো বলেই আমার দল সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এটাই হয়তো কাব স্কাউটদের জীবনের প্রথম মা-বাবাকে ছেড়ে একটানা ছয়দিন বাইরে থাকা। ক্যাম্পের নিয়ম অনুসারে ভোর ৫টায় ঘুম থেকে উঠে শিশু-কিশোররা প্রার্থনা শেষে সকাল ৬টায় শরীরচর্চায় অংশগ্রহণসহ দিনভর নানা কর্মকাণ্ডের মাধ্যমে অতিবাহিত করতে হতো। এরপর গ্রামভিত্তিক বিভিন্ন উল্লাসে অংশগ্রহণ। ঘোড়ার গাড়িতে চড়ে আকর্ষণীয় সব সাজ নিয়ে আমরা সবাই রাজা বলে উল্লাস করতে করতে সমবেত হতো সূর্যমুখী ভিলেজের খুদে কাব স্কাউট্সরা। এ সময় কাব স্কাউটদের বাড়তি আনন্দের জন্য প্রদর্শন করা হতো হাতি, জিরাফ, বকসহ বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি। এ ছাড়াও গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, কাবাডি, ফুলটোকা, বৌচি খেলায় জয়ের আনন্দে মেতে উঠতো সকলেই। পাশাপাশি ছিলো রিং চালানো, সাতচারাসহ ক্রিকেট, ফুটবল ও খো খো খেলা। দিনের অপরাহ্নে সূর্যমুখী ভিলেজের কাব স্কাউটরা মুক্ত আকাশ-গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ পরিদর্শন শেষে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হতো। অতিথিগণ বিমোহিত হতেন কাবদের আনন্দ উচ্ছ্বাস আর দক্ষতায়। এ দিকে দামুড়হুদার খুদে স্কাউটসরা ৮ম জাতীয় ক্যাম্পুরিতে অংশ নিয়ে সারাদেশের মধ্যে প্রথম হওয়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক রিয়াজ পারভেজ, খুলনা বিভাগীয় আহ্বায়ক দামুড়হুদা উপজেলার সাধারণ সম্পাদক স্বরুপ দাস, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শামসুদ্দিন, দামুড়হুদা উপজেলার সভাপতি আলাউদ্দিন, সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক হারুন অর রশিদ জুয়েলসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।