৫ লাখ টাকা চাঁদা চেয়ে সপরিবারে খুনের হুমকি!

 

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পল্লি বলেশ্বরপুরে মোবাইলফোনে চাঁদাবাজের উৎপাত

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পল্লি বলেশ্বরপুরের আলতাফ হোসেন জোয়ার্দ্দার ওরফে আলতাফ বিডিআরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। গতকাল কয়েক দফা একই মোবাইলফোন নম্বর থেকে চাঁদার দাবিতে এ হুমকি দেয়া হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের মৃত নবাই মল্লিকের ছেলে আলতাফ হোসেন জোয়ার্দ্দার অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। তিনি অবসর জীবনযাপন করলেও সমাজসেবক হিসেবে বহুল পরিচিত। সূত্র বলেছে, গতকাল তার ০১৭১৬-১১৯১৮৮ নম্বর মোবাইলফোনে অজ্ঞাত স্থান থেকে ০১৭৯৭-৩০২৮৫৬ নম্বর দিয়ে এক ব্যক্তি কল করে। অজ্ঞাত স্থান থেকে নিজেকে পার্টি প্রধান বিশ্বজিত বলে পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা ৪ দিনের মধ্যে না দিলে পরিবারের সকল সদস্যকে খুন করা হবে বলেও হুমকি দেয়া হয়।