৪ হাতুড়ের জরিমানা : হান্নানকে গ্রেফতারের আদেশ

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের ৫ হাতুড়ে চিকিৎসালয়ে অভিযান

 

দর্শনা অফিস: দর্শনায় ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে অপচিকিৎসালয়। ছবি সংবলিত চমকপ্রদ ব্যানার, সাইনবোর্ড, ভিজিটিং কার্ড, মাইক ও টিভিতে প্রচারণায় নিজেদের যেন সবজান্তা চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসার নামে চলছে প্রকাশ্যে প্রতারণা। অপচিকৎসায় অনেকেই জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবেও। এরই মাঝে খানেকটা বিলম্ব হলেও চুয়াডাঙ্গা জেলা সিভিল প্রসাশন কঠোর ভূমিকা নিয়েছে। গতকাল বুধবার দর্শনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা এনডিসি মুনিবুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্টেট তরিকুল ইসলাম, ড্রাগ সুপার সুলতানুল আরেফিন, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান দর্শনা পুরাতন বাজারের নিপা মেডিকেল হলে। সেখানে থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ কয়েকটি কোম্পানির ওষুধ। এছাড়া নিপা মেডিকেল হলের অভিযুক্ত সবজান্তা চিকিৎসক সজল হোসেনকে ৩ হাজার টাকা, দর্শনা রেলবাজারের আবু তালেব টুটুলকে ৫০ হাজার টাকা, দর্শনা বাসস্ট্যান্ডের চাঁদসী চিকিৎসালয়ের চিকিৎসক অজিত কুমারকে ৫ হাজার ও রুপ কুমারকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আধুনিক চাঁদসী ক্ষত চিকিৎসালয়ে অভিযানকালে সেখানে বিভিন্ন রোগের ওপর অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক পরিচয়দানকারী অভিযুক্ত আব্দুল হান্নানকে পাওয়া যায়নি। তবে তার চিকিৎসালয় থেকে নিজের তৈরিকৃত ওষুধপত্র উদ্ধার করে তা বিনষ্ট করা হয়েছে। হান্নান পালাতক থাকার অপরাধে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুনিবুর রহমান। সেই সাথে হান্নানের চিকিৎসালয় সিলগালা করা হয়েছে। আজ বৃহস্পতিবার হান্নান এনডিসির কার্যালয়ে হাজির না হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে। এ সময় আরো উপস্থিত ছিলেন- পেশকার নাজমুল হক ও দর্শনা আইসি পুলিশের এএসআই শাহীন আলম। ভ্রাম্যমাণ আদালতের এ ঝটিকা অভিযানে একদিকে যেমন স্বস্তি ফিরে পেয়েছে সাধারণ মানুষ, অন্যদিকে সাধুবাদ জানিয়েছে দর্শনাবাসী। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপচিকিৎসার হাত থেকে রেহাই পাবে সরলসোজা রোগী সাধারণ এ অভিমত সচেতনমহলের।