৪ লাখ টাকার দাবিতে পাহারাদারদের মারধর ফিসল্যান্ডে ভাঙচুর

 

মেহেরপুরের হারদী বিল কমিটি ও হাঁসাখামারে গভীররাতে সশস্ত্র চাঁদাবাজদের হামলা

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের হারদী বিল ও একটি হাসের খামারে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে বিল পাহারাদারদের বেপরোয়া মারধর করে এবং ফিসল্যান্ড ভাঙচুর করেছে তারা। ফলে গতকাল থেকে মাছধরা বন্ধ হয়ে গেছে। চাঁদা না দিলে মোবাইলে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে চাঁদাবাজরা। বিল কর্তৃপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সূত্র জানায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের হারদী বিলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও সদস্য স্বপন মিয়ার কাছে গত দেড় সপ্তাহ ধরে দু লাখ টাকা চাঁদা দাবি করে আসছে সন্ত্রাসীরা। একই সাথে বিল সংলগ্ন একটি হাঁস ও মুরগি খামারের মালিক কাউছার মিয়ার কাছেও দু লাখ টাকা চাঁদা দাবি করে আসছে তারা। ০১৭৮৮৭১৫২২৩ ও ০১৯৪৩২৪৩০৫৬ নম্বর মোবাইলফোন থেকে তাদের কাছে এ চাঁদা চেয়ে আসছিলো সন্ত্রাসীরা। চাঁদা না দিলে হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে তারা। এরই মধ্যে গত বুধবার রাত সোয়া ১টার দিকে একদল অস্ত্রধারী এসে বিল পাহারাদার বজলু, জাহিদ হোসেন, শহর আলী ও খোকনকে বেধড়ক মারপিট করে। পাহারাদারেরা ভয়ে পালিয়ে গেলে ফিসল্যান্ডে ভাঙচুর করে তারা। এ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে গতকাল বিলে মাছধরা বন্ধ করে দেয় বিল কর্তৃপক্ষ। তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।