৩ ভারতীয় নাগরিক কারাভোগ শেষে ফিরলেন আপন ঠিকানায়

দর্শনা জয়নগর সমান্তে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠক

 

দর্শনা অফিস: বাংলাদেশে সাত মাস কারাভোগ শেষে গতকাল রোববার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে তাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি। ২০১৪ সালের ৭ আগস্ট আত্মীয় বাড়িতে বেড়াতে চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলা মরুটিয়া থানার বাসিন্দা আবের মল্লিক (৬০), আশুতোষ মল্লিক (৪৫) ও হাফিজ মল্লিক (২৮)। সে সময় এরা বাংলাদেশ সীমান্তে টহলরত ৬ বিজিবির হাতে ধরা পড়েন।

দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে ৩ ভারতীয় নাগরিককে ফেরত দেয়া হয়েছে। বাংলাদেশে ৭ মাস কারাভোগ শেষে ৩ ভারতীয় নাগরিক আপন ঠিকানায় ফিরলেন।

জানা গেছে, ৭ মাস আগে ভারতের নদীয়া জেলার মরটিয়া থানার পাখি গ্রামের আবেদ আলীর ছেলে হাফিজ, এলাহী মল্লিকের ছেলে আবের মল্লিক ও দিগুলগান্দি গ্রামের জোত্রিনাথ বাগচির ছেলে আশুতোষ বাগচি দামুড়হুদার কুতুবপুর সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত থেকেই মুন্সিপুর বিজিবি ওই ৩ ভারতীয় নাগরিককে আটক করে। অবৈধ অনুপ্রবেশের অপরাধে ৩ ভারতীয় নাগরিককে থানা পুলিশের হাতে তুলে দেয়া হলেও পুলিশ সোপর্দ করে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত অবৈধ অনুপ্রবেশের অপরাধে তিন ভারতীয় নাগরিকের দু মাস ১৩ দিনের কারাদণ্ডের আদেশ দেন। আইনি জটিলতার কারণে ৭ মাস কারাভোগের পর গতকাল রোববার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল আউয়াল, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানার এসআই মোকাদ্দেস আলী, বিজিবির হাবিলদার নাসির উদ্দিন, বিএসএফ’র পক্ষে ছিলেন- গেদে কোম্পানি কমান্ডার আরকে বোরাক্, ইমিগ্রেশন অফিসার এসবি সিং ও দিপেন মণ্ডল।