৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার: ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৩৯১ জন। গতকাল বুধবার বিকালে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত ৬ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd-তে অথবা টেলিটক মোবাইল থেকে ফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে, ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। ৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক। এ বিসিএস থেকে নতুন নিয়মে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়। এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো পিএসসি।