২৬ মে পবিত্র শবে মেরাজ

 

স্টাফ রিপোর্টার: আগামী ২৬ মে দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।পবিত্র রজব মাসের চাঁদদেখা গেছে। ফলে আগামীকাল পয়লা মে থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। গতকাল বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে গতকাল বুধবার ১৪৩৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদদেখা গেছে। ফলে আগামীকাল পয়লা মে থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।এপ্রেক্ষিতে আগামী ২৬ রজব ১৪৩৫ হিজরি, ১২ জ্যৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ, ২৬ মে২০১৪ খ্রিস্টাব্দ সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ উদযাপিতহবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান জাহাঙ্গীরআলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. মাকসুদুর রহমান পাটওয়ারী, ঢাকা জেলারঅতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিবপ্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদরাসার ভারপ্রাপ্তঅধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, বিটিভির পরিচালক গোলাম শফিউদ্দিন, আবহাওয়াঅধিদফতরের পারচালক মো. শাহ আলম প্রমুখ।