২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে নানা কর্মসূচি হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মাথাভাঙ্গা ডেস্ক: ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র‌্যালি, মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে আওয়ামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ নেতাকর্মীকে হত্যা করা হয়। দিনটি উপলক্ষে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাস হলরুমে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও শহীদদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করে রায় কার্যকর করার দাবি জানায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মেহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শাহাবুল হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সানমুন আলম ডন, সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আলাল, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি

দিনটি উপলক্ষে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাস হলরুমে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও শহীদদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করে রায় কার্যকর করার দাবি জানায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মেহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শাহাবুল হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সানমুন আলম ডন, সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আলাল, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।

উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, মন্টা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়র্দ্দার, বরকত জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, তানভির আহম্মেদ সোহেল, পৌর ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, পাভেল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্মসাধারণ সম্পাদক আলহিম, সদর থানা ছাত্রলীগ নেতা আল মোমিন, জান্নাতসহ আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ইছানুর কবির, কলেজ ছাত্রলীগ নেতা রকি আহম্মেদ, অটাল, সজিব, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা সৈকত, উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইদুর রহমান তামিম, ছাত্রনেতা অভি, কাজল, সজিব, রনি, প্রান্ত, নাহিদ, সাহেদ, মিল্টনসহ উপজেলা, পৌর ও কলেজ এবং প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছানুজ্জামান হাসান। অনুষ্ঠান শেষে আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ আবু হাসান বাচ্চু স্যারের সাথে সৌজন্য সাক্ষাত করেন প্রধান অথিতি জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফের নির্দেশনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও নিহতদের স্মরণে আলোচনাসভা করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় এবং কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসেই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা রাকিবুল হাসান নিপ্পনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী এমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা মিলন শেখ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা নাজমুল, রাজন, আসিফ খান প্লাবন, হাফিজ ইমন, হৃদয়, রবিন, মিশন, আলী, তামীম, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা মানিক, রিয়াজ, সাজু, তামিম, মারুফ, মিঠুন, সাফিন, তাজ, আহসান, মাহফুজ, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা সোহাগ, ফারহান রাব্বি, হিমু, কামরান, নাহিদ, ইমন, ইসতিয়াক সিথুন, মাহাবুল, আরভী আকাশ, সানজিদ, স্বাধীন, মেহেদি হাসান, আরিফিন জুয়েল, মিরাজ, শোভন, সজীব, শিহাব, রাব্বি হাসান, রোহান, আশিক, অন্তিম, সাহেদ, খালিদ, স্বচ্ছ, জয়, বাধনসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দগণ।

পরিশেষে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ সামী তাপুর সভাপতিত্বে ২১ আগস্ট ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং হামলায় জড়িত সকল অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করে উক্ত বিক্ষোভ মিছিল ও আলোচনাসভার সুষ্ঠ ও সুন্দর সমাপ্তি ঘোষণা করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কারী আক্তারুজ্জামান শান্তি কোরআন তেলাওয়াত করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা মারা গিয়েছেন তাদের আত্মার প্রতি সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির তার স্বাগত বক্তব্যে বলেন, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে সকল ইউনিটে ২১ আগস্ট গ্রেনেড হামলার ক্রেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী সকলকে পালন করার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ আহমেদ, চুয়াডাঙ্গা সদর থানার আহ্বায়ক আব্দুল মতিন দুদু প্রমুখ। সভায় অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের পেছনে ছিলেন প্রভাবশালী রাজনীতিবীদ দেশের একাধিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, কয়েকজন শীর্ষ জঙ্গি আর ২০০৪ সালের কিছু সামরিক কর্মকর্তা আর জঙ্গি নেতাদের নিয়ে হাওয়া ভবনে বসে ক্ষমতার কেন্দ্রে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সবকিছু চূড়ান্ত করেন। আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন দফতর সম্পাদক রাকিব আজমেদ জনি, সুলতান মাহবুদ দিপন, ইমদাদুল বাবু, ওয়াশিম, তুহিন ইসলাম রানা, আতিকুর রহমান রাব্বি, দেলোয়ার হোসেন দয়াল, জাকারিয়া হোসেন, রাকু প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং কলেজ ছাত্রলীগের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদে পৃথক পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, কলেজের হলরুমে ও জেলা পরিষদের ডাকবাংলায় চত্বরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা বন ও পরিবেশ সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর আব্দুল গাফফার, পৌর কাউন্সিলর মামুনর রশিদ হাসান, যুবলীগের নেতা মোল্লা জাফর উল্লাহ, ডালিম হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি শাহাবুল ইসলাম, রেজাউল করিম, ছাত্রলীগ সভাপতি সালমুন আহম্মদ ডন, আশরাফুল হক, হাসান, ইছানুর, রকি, সজিব, কাজল, ঠাণ্ডু, সৈকত, বিপুল, রাসেল প্রমুখ।

অপরদিকে একই সময় জেলা পরিষদের ডাকবাংলা চত্বরে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপনের সভাপতিত্বে  ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম  সরোয়ার শামিমের উপস্থাপনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাবেক খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসীর আহমেদ মল্লিক লাল, জেলা যুবলীগের সাবেক সদস্য সোহেল রানা শাহিন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিফাত, পৌর ছাত্রলীগ নেতা আশরাফুল হক বাবু, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক আল কাফি, যুবলীগ নেতা বাপ্পি, রহমত, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক সনি, ছাত্রলীগ নেতা হাসান, রনি, সুমন, হারুন, সাইদুর, প্রিন্স, মেয়াদ, প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, দিনটি উপলক্ষে সকাল ৮টায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে দলীয়, জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। বিকেলে পৌর আ.লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আ.লীগের কার্যালয়ে পৌঁছে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা বরকত আলী, ফরজ মল্লিক, নাসির উদ্দিন মাস্টার, বিল্লাল হোসেন, আজাদ, আব্দুল মোমিন, আব্দুল গফুর, রবিউল ইসলাম, নজরুল ইসলাম নজু, হবা জোয়ার্দ্দার। আ.লীগ নেতা শফিকুল আলমের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, আশরাফ আলম বাবু, ইকবাল হোসেন, মামুন শাহ, সোলায়মান কবির, আমিরুল ইসলাম, অহিদুল ইসলাম, মনির সরদার, রওশন রহমান, আশরাফুল ইসলাম, কভু, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, আরিফ মল্লিক, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, লোমান, অপু সরকার, প্রভাত, রায়হান, মোহাম্মদ প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন: গ্রেনেড হামলার প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দামুড়হুদা ইউনিয়ন যুবলীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, জেলা কৃষক লীগের সদস্য কামাল পারভেজ, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, দফতর সম্পাদক মুসা করিম, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দিপু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, যুবলীগ নেতা আনিস, শামসুল, বড় শাহিন, রকিবুল, আজিবার, আরিফুল, খালেক, মালেক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগের সাবেক সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কলেজ চত্বরে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাহীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক এমএ করিম। বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক কাজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফিরোজ হাসান, ছাত্রলীগ নেতা রাজিব হাসান, সবুজ, ইব্রাহিম, হাসান, স্বজল, শাওন, লিখন, জাহিদ, আহসান, সাব্বির, রেদোয়ান, নাহিদ, সজিব, জহির, সাগর, আসলাম, সাফায়েত, শাকিল, শিমুল, নাসিম, তৌহিদ প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে নিহতদের স্মরনে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন হলরুমে আ.লীগ নেতা মজিবর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল  ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ.লীগ নেতা সমির। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শওকত আলী, রমজান মেম্বার, বদিউজ্জামান বদি, আব্দুল হাকিম, আরিফ, মজনু, আতিয়ার, আমিনুল, আকবার, আকমান আলী মুনসুর, যুবলীগ নেতা শহিদুর সর্দ্দার, ওমর ফারুক, রানা, তুহিন আক্তার, জহির, আলম, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, কাবিল, হাসান, তারিক, মন্টু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে বিকেলে বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে শোক পতাকা উত্তোলন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহসভাপতি বজলুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি বিশ্বাস, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান। এছাড়াও উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, যুবলীগ নেতা শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, খাইরুল বাশার শিপলু, মজিবার রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিকসহ যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা সালাহউদ্দিন কবির।

মেহেরপুর অফিস জানিয়েছে, নিহতদের স্বরণে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি অব্দুল হালিম, অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান খাতুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবুল বাশার, সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজামান, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি  প্রমুখ।

জেলা আওয়ামী লীগের উপপ্রচার বিষয়ক সম্পাদক শ্বাশত নিপ্পুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম ও বারাদি ইউনিটের সভাপতি শামিম ফেরদৌস, সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমেন, জেলা ছাত্রলীগের সভাপতি একে আজাদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরনসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

অপরদিকে, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাত ৮টার দিকে শহরের বড় বাজারে উপজেলা যুবলীগের নিজস্ব কার্যালয়ে ওই আলোচনাসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুজ্জামান অপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

সদর উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মাহাবুবুর রহমান মাহাবুবের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য মালেকুল ইসলাম মোহন, ইয়ানুস আলী, সারাফত শেখ, আলফাজ হোসেন লিখন, উজ্জল হোসেন, আবু শাকিল আঙ্কুর, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল, ওয়াসিম হোসেন, গোলদার, আমদাহ ইউপি যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুস ছালাম, কুতুবপুর ইউপি যুবলীগের যুগ্মআহ্বায়ক সোহরাব হোসেন রতনসহ যুবলীগের নেতাকর্মীরা। আলোচনা শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

এদিকে মেহেরপুর জেলা ছাত্রলীগ বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ রেজাউল চত্বর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় হয়ে একইস্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহসভাপতি মোস্তাক আলী, সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম জাব্বার, আইন বিষয়ক সম্পাদক টিটু খান, দফতর বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান সেতু, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেত্রী সুমাইয়া খাতুন প্রমুখ। এ সময় ছাত্রলীগ নেতা নাদিুজ্জামান, মোকাদ্দেস হোসেন, আশিকুর রহমান, তুহিন, মামুন, অপরাজিতা সাহাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।

 

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সকাল ১০টায় মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সাদির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশ কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সাদির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ উলিউল্লাহ সোহাগ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আহাদ বীন ইসলাম, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি স্বপন গাজী, ইউপি ছাত্রলীগের সভাপতি সানি, সাধারণ সম্পাদক হাসিব, ছাত্রলীগ নেতা হাফিজ, লিটন, শেখ সেলিম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান।

ঝিনাইদহ সংবাদদাতা জানিয়েছেন, ঝিনাইদহে দিবসটি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, তৈয়ব আলী জোয়রদার, অ্যাড. আব্দুর রশিদ, গোলাম সারোয়ার সউদ, আব্দুল খালেক প্রমুখ।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, সকালে উপজেলা কৃষক লীগের উদ্যোগে মহেশপুর মেইন বাসস্ট্যান্ডে নিহতদের স্মরণে শোক র‌্যালি, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, পৌর আ.লীগের সভাপতি অমল কুণ্ডু, উপজেলা যুবলীগের সভাপতি আতিয়ার রহমান আতি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি সেক্রেটারীসহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ২১ আগস্টের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।