২০৯ স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার: খুলনারডুমুরিয়া উপজেলার ২০৯টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মৎস্য ও প্রাণিসম্পদপ্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবারসকালে ডুমুরিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষাদফতর যৌথভাবে এ সংবর্ধনার আযোজন করে। অনুষ্ঠানে তাকে উপহার হিসেবে দেয়াহয়েছে সাড়ে ৬ ভরি রুপার তৈরি নৌকা।অভিভাবকরা জানান, গতকালশনিবার উপজেলার সকল প্রাথমিক স্কুল বন্ধ ছিলো। প্রতিমন্ত্রীর সংর্বধনাউপলক্ষে সকল স্কুলে ছুটি ঘোষণা করা হয়। এর আগে প্রতিমন্ত্রীর সংবর্ধনাউপলক্ষে ২৬ এপ্রিলও স্কুল বন্ধ ছিলো। কিন্তু ওইদিন অনুষ্ঠান হয়নি। সে সময়েস্কুলগুলোতে পরীক্ষা চলছিলো।ডুমুরিয়া উপজেলা সরকারিপ্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা (একাংশের) প্রধান শিক্ষক রবিউল ইসলামলাবু বলেন, সম্মিলিতভাবে সকলের সিদ্ধান্তে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।তিনি বলেন, শিক্ষকদের হাতে সংরক্ষিত কিছু ছুটি থাকে। সেই সংরক্ষিত ছুটিরঅংশ হিসেবে স্কুল বন্ধ রাখা হয়।ডুমুরিয়া উপজেলাপ্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার বলেন, শিক্ষক নেতারা এঅনুষ্ঠানের আয়োজক। যেহেতু শিক্ষকদের মাঝে কয়েকটি পক্ষ রয়েছে। এ কারণে তিনিসভাপতিত্ব করেন। তিনি বলেন, শিক্ষকরা অর্থ দিয়ে সাড়ে ৬ ভরি রুপার তৈরি নৌকাপ্রতিমন্ত্রীকে উপহার দিয়েছেন।