১৮০ প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনার আবেদন

 

মেহেরপুর অফিস: রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার মেহেরপুরের ১৮০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে ভুক্তভোগী প্রবাসীদের পরিবার। গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী প্রবাসীদের অভিভাবক ও পরিবারের সদস্যরা মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানান।

লিখিত অভিযোগে জানা যায়, ওভারসিস কনসালটেন্ট লিমিটেড নামক একটি রিক্রুটিং প্রতিষ্ঠান কাতারে ভালো চাকরি দেয়ার নামে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ১৮০ জনকে বিদেশে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন তাদেরকে কাতারে নিয়ে যাওয়া হয়নি। তাদেরকে ইরাকের নাজাব শহরের একটি হাউজিং কোম্পানিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদেরকে আটক রেখে পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেয়া হয়। বর্তমানে তাদের দিয়ে অমানুষিক পরিশ্রম করে নেয়া হচ্ছে। কিন্তু ঠিকমতো খাবার এবং বেতন দেয়া হচ্ছে না। সোনার হরিণ ধরতে সহায় সম্বল বিক্রি করে এবং ধার-দেনা করে বিদেশ গিয়ে এখন তারা বড় অসহায়। তাদের এ দুর্বিষহ জীবন থেকে বাচাঁতে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন তারা।