১৪ কৃষকের পানবরজ ভস্মীভূত : অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামে পল্লী বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ড

 

মনির মুহাম্মাদ: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামের ১৪ কৃষকের পানবরজ পুড়ে গেছে। বিদ্যুতের লুজ কানেকশন থেকে আগুনের সৃষ্টি হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দেড় হাজার পিলি পানের ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। আনুমানিক ৫০ লাখ টাকার পানবরজ পুড়ে গেছে বলে বরজমালিকদের অভিযোগ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের জামতলার মাঠে ট্রান্সমিটারের নিকটবর্তী বিদ্যুতের ফেজ থেকে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সৃষ্টি হয়। ওই আগুন বরজের ওপর ভেঙে ভেঙে পড়লে আগুন ধরে যায়। এ আগুনে ১৪ কৃষকের দেড় হাজার পিলি পানবরজ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে দমকল বাহিনী যেয়ে প্রায় দু ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আকন্দবাড়িয়ার কৃষক রাজ্জাক, রশিদ, রবিউল, দ্বীন ইসলাম, বাশার, ফুরাদ, বিশু মিয়া, জুয়েল, জন, নুরুজ্জামান, মিল্টন, পচা মণ্ডল, মিন্টু ও রবিউল জানান, তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে, জমি লিজ নিয়ে ও ধারকর্জ করে বরজ করেন। তাদের এই বরজ পুড়ে যাওয়ায় পথে বসতে হবে। এখন ওসব ধারকর্জ কীভাবে শোধ করবেন তারা। এলাকাবাসী জানায়, ২০১২ খ্রিস্টাব্দেও আরেকবার একই ফেজ থেকে ১২ কৃষকের পানবরজ পুড়ে যায়। পল্লী বিদ্যুতের বিরুদ্ধে তাদের অভিযোগ বারবার তাদের পানবরজ পুড়ে যায় কিন্তু ক্ষতিপূরণ দেয়ার কেউ নেই। অথচ পল্লী বিদ্যুত তাদের জমির ওপর দিয়ে বিদ্যুত নিয়ে যেয়ে লাখ লাখ টাকা আয় করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগী পানচাষিরা দাবি করেছেন।