১২টি রাজনৈতিক দলকে সতর্ক করে ইসির চিঠি

স্টাফ রিপোর্টার: নির্ধারিত সময়ে দশম সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেয়ায় ক্ষমতাসীনআওয়ামী লীগসহ ১২টি রাজনৈতিক দলকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকালরোববার ইসি সচিবালয়ের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ সংশ্লিষ্টদলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিবকে এ সতর্কীকরণ নোটিশ দিয়েছেন।গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৪ সিসিসি-এর বিধান অনুযায়ী, সর্বশেষ নির্বাচনঅনুষ্ঠানের পরবর্তী ৯০ দিনের মধ্যে দলভিত্তিক নির্বাচনী ব্যয়ের হিসাব জমাদেয়ার বিধান রয়েছে।গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদনির্বাচনে চার দফা জাতীয় সংসদের ৩০০ আসনের বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশকরে কমিশন। এর মধ্যে গত ৮ জানুয়ারি ২৯০টি আসনে বিজয়ীদের নাম সরকারি গেজেটেপ্রকাশ করা হয়। ১৮ জানুয়ারি ৭টি এবং ২৩ জানুয়ারি ১টি আসনের বিজয়ীর গেজেটপ্রকাশ করে ইসি।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আটকে থাকা যশোর-১ আসনেবিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী শেখ আফিল উদ্দিন ও যশোর-২ আসনে বিজয়ী মনিরুলইসলামের গেজেট ৩০ মার্চ প্রকাশ করা হয়। তবে কুড়িগ্রাম-৪ আসনের দুটিকেন্দ্রের পুনভোটসহ সর্বশেষ সংসদীয় আসনের নির্বাচন হয় ২৩ জানুয়ারি। সেমোতাবেক, ২৩ এপ্রিলের মধ্যে সব দলকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ারবাধ্যবাধকতা ছিলো। কিন্তু এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল নির্বাচনী ব্যয়েরহিসাব ইসিতে জমা দেয়নি।আগামী ২২ মের মধ্যে দলগুলো হিসাব জমা দিতেপারবে। ব্যক্তি পর্যায়ে হিসাব জমা না দেয়া ৯ জন প্রার্থীর বিরুদ্ধেব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন।ইসির চিঠিতে গণপ্রতিনিধিত্ব আদেশের৪৪সিসিসি ধারা উল্লেখ করে এতে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলনির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয় জমা দিতে ব্যর্থ হলে ৩০ দিনের সময়দিয়ে সতর্ক চিঠি দেবে কমিশন। এরপরেও কোনো দল জমা না দিলে ১০ হাজার টাকাজরিমনা দিয়ে আরো ১৫দিনের সময় নিতে পারবে। বর্ধিত সময়ের মধ্যেও যদি দলগুলোহিসাব জমা দিতে ব্যর্থ হয় তাহলে কমিশন ওই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলকরতে পারবে।