১০ কিলোমিটার পদযাত্রায় রাহুল

মাথাভাঙ্গা মনিটর: ভারতের কংগ্রেস পার্টির সহ-সভাপতি রাহুল গান্ধী একটি পদযাত্রায় ১০ কিলোমিটার হেঁটেছেন। গত মঙ্গলবার দেশের ছত্তিশগড় রাজ্যে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে পদযাত্রার করে কংগ্রেস। সম্প্রতি মহানদী নদীতে বাঁধ নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে ভারত সরকার। জমি হারানো গ্রামবাসীদের পুনর্বাসনের দাবিতে এ পদযাত্রা করেন তিনি। ছত্তিশগড়ে দু দিনের সফরের শেষ দিনে সারাদন গ্রাম থেকে তিনি এ পদযাত্রা শুরু করেন। পদযাত্রাকালে তিনি মহানদীতে বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। ছত্তিশগড় সরকার জঞ্জগির-চম্পা ও কোরবা জেলায় প্রস্তাবিত ৪০টি বিদ্যুত কেন্দ্রে পানি সরবরাহের জন্য মহানদীতে সাতটি বাঁধ নির্মাণ করছে।