হোটেল রূপসী বাংলা বন্ধ হয়ে যাচ্ছে

 

স্টাফ রিপোর্টার: আগামী১ সেপ্টেম্বর থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন হোটেল রূপসী বাংলার সংস্কারকাজশুরু হবে। এজন্য পাঁচ তারকা হোটেলটি দেড় বছর বন্ধ থাকবে। সংস্কারের পরহোটেলটি ইন্টারকন্টিনেন্টাল ঢাকানতুন নামে  ব্যবসা শুরু করবে।হোটেলরূপসী বাংলার মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড সাংবাদিকদের জানান, সংস্কারকাজের জন্য প্রায় দেড় বছর বন্ধ থাকবে হোটেলটি। সংস্কারের মাধ্যমেনতুন রূপ দেয়ার পর এর নামও বদলে যাবে। ২০১৬ সালের জানুয়ারিতেইন্টারকন্টিনেন্টাল ঢাকানাম নিয়ে যাত্রা শুরু হবে।জানা গেছে, সংস্কারের জন্য গত ১৯ ফেব্রুয়ারি ইন্টারকন্টিনেন্টালের সাথে বিএসএল’রচুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি শর্ত অনুযায়ী গত ৬ এপ্রিল পি ম্যাকডোনাল্ডকেনিয়োগ দিয়েছে ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ।আর সংস্কারের জন্য সরকারেরব্যয় হবে ৫শকোটি টাকা।জেমস পি ম্যাকডোনাল্ড জানান, বর্তমানে হোটেলরূপসী বাংলায় ২৭২টি অতিথি কক্ষ রয়েছে। সংস্কারের মাধ্যমে এগুলোর মান উন্নতকরে আয়তন বাড়ানো হবে। ফলে কক্ষের সংখ্যা কমে আসবে ২২৬টিতে। হোটেলটিরবাহ্যিক আদলে কোনো পরিবর্তন না করে বিশ্বের অন্যান্য দেশেরইন্টারকন্টিনেন্টাল হোটেলের মানের আদলে এটিকে নতুন রূপ দেয়া হবে বলে তিনিজানান। উল্লেখ্য মুক্তিযুদ্ধের সময় এ হোটেলটি ইন্টারকন্টিনেন্টাল পরিচালনাকরতো। এরপর ২৭ বছর পরিচালনা করে ২০১১ সালে বিদায় নেয় শেরাটন কর্তৃপক্ষ।