হেরোইন রাখার অপরাধে মেহেরপুরে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: হেরোইন রাখার অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের সাগর ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা ওই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত সাগর ফকির গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের আনজাম ফকিরের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি ৱ্যাব-৬ গাংনী ক্যাম্পের নায়েক সুবেদার সামছুল আলমের নেতৃত্বে ৱ্যাব সদস্যরা গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামে অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইনসহ সাগর ফকিরকে আটক করে। ওই ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাগর ফকিরকে আসামি করে একটি মামলা করা হয়। প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা চার্জশীট প্রদান করেন। মামলায় মোট ৯ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন এপিপি অ্যাডভোকেট কাজী শহিদুল হক এবং আসামি পক্ষের কৌসুলী ছিলেন অ্যাভোকেট কেএম নূরুল হাসান রঞ্জু।