হেরোইনসহ ক্যানেলপাড়ার মাদকব্যবসায়ী জাহিদ গ্রেফতার

আলমডাঙ্গা এএসপির নেতৃত্বে বিভিন্ন মাদকস্পটে অভিযান

 

আলমডাঙ্গা ব্যুরো: এএসপি সার্কেলের নেতৃত্বে গতকাল গোয়েন্দা পুলিশ আলমডাঙ্গার বিভিন্ন চিহ্নিত মাদকস্পটে অভিযান চালিয়ে ১৯ পুরিয়া হেরোইনসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা শহরসহ প্রত্যন্ত গ্রামগুলোতে শতাধিক স্পটে চলছে গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ নানা ধরনের মাদকব্যবসা। সম্প্রতি আলমডাঙ্গার এ রমরমা মাদকব্যবসা সম্পর্কে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় বিস্তারিত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে গতকাল এএসপি (সার্কেল) কামরুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ আলমডাঙ্গার বিভিন্ন মাদকস্পটে অভিযান পরিচালনা করে। তারা প্রথমে আলমডাঙ্গা ক্যানেলপাড়ার মাদকব্যবসায়ী জাহিদের ডেরায় অভিযান চালায়। সেখান থেকে মাদকব্যবসায়ী জাহিদকে ১৯ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। এরপর অভিযান পরিচালনাকারী টিম আলমডাঙ্গা শহরের সোনাপট্টির চিহ্নিত রতন পাল, গোবিন্দপুরের অহিদুল, রথতলার বাবলু, স্টেশনপাড়ার আলো, সপু, আলাউদ্দীন, মায়া ও কুটির বাড়ি অভিযান চালায়। এ সময় কোনো ডেরা থেকেই উদ্ধার করা সম্ভব হয়নি কোনো মাদকদ্রব্য।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রথম অভিযানের তথ্য অন্যান্য মাদক ডেরায় ছড়িয়ে পড়লে সে সকল ডেরা থেকে মাদকদ্রব্য দ্রুত অন্যত্র সরিয়ে নেয় মাদককারবারীরা। বিকেলে অভিযান পরিচালনাকারী টিমটি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমকে সাথে নিয়ে শহরের হলুদপট্টির জুয়ার ডেরায় অভিযান চালায়। অভিযান টিম যাওয়ার সংবাদ পূর্বেই জেনে যাওয়ায় জুয়োবোর্ড পরিচালনাকারী জুয়াড়িরা নির্বিঘ্নে পালিয়ে যায়। টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিবির এসআই ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স।