হুমকি : দ্বিতীয় বারের মতো স্থগিত হলো জীবননগর পৌরসভার টেন্ডার প্রক্রিয়া

জীবননগর ব্যুরো: দরপত্রের অধিকাংশ কাজ দিতে হবে এমন হুমকিতে দ্বিতীয় বারের মতো স্থগিত করা হলো জীবননগর পৌরসভার টেন্ডার বিজ্ঞপ্তি। জীবননগর পৌরসভার মেয়র সোমবার এ টেন্ডার বিজ্ঞপ্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। সরকার দলীয় সুবিধাভোগী একটি গ্রুপ পৌরসভার আহ্বানকৃত এ টেন্ডার বিজ্ঞপ্তির অধিকাংশ কাজ দাবি করায় ইতঃপূর্বে এ টেন্ডার পক্রিয়া আরো একবার স্থগিত করা হয়। দফায় দফায় টেন্ডার বিজ্ঞপ্তি স্থগিত ঘোষণা করায় একদিকে যেমন জীবননগর পৌরসভার উন্নয়ন প্রক্রিয়া চরমভাবে বাধাগ্রস্থ হয়ে পড়েছে অন্যদিকে টেন্ডার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

ঘটনার বিবরণে প্রকাশ জীবননগর পৌরসভা ২০১৩-২০১৪ অর্থ বছরে ০১/২০১৩-২০১৪ নং দরপত্র বিজ্ঞপ্তিতে ঠিকাদারদের নিকট থেকে ১৩টি প্যাকেজে ৮৪ লাখ ৩৫ হাজার ৩০৪ টাকার দরপত্র আহ্বান করে। এ দরপত্র আহ্বানের পর ক্ষমতাসীন দলের সুবিধাভোগী একটি গ্রুপ প্যাকেজের ১৩ নং কাজটি দাবি করে। একই সাথে ওই কাজটি পৌর পরিষদের পক্ষ থেকে কাউন্সিলররা দাবি করলে বিষয়টি জটিল আকার ধারণ করে। বিষয়টি নিয়ে উত্তপ্ত অবস্থার সৃষ্ঠি হলে মেয়র গত ১৭ মে টেন্ডার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে গত ১২ জুন সংশোধিত ও পুনর্দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিজ্ঞপ্তিতে ১৩ নং প্যাকেজের কাজ বন্ধ রেখে ১২টি প্যাকেজে ৬০ লাখ ৭০ হাজার ৭১৮ টাকার দরপত্র আহ্বান করা হয় ঠিকাদারদের নিকট থেকে। এ অবস্থায় ওই গ্রুপটি স্থগিত ১৩নং প্যাকেজের কাজটি বর্তমান দরপত্রের সাথে সংযুক্ত করে পুনরায় দরপত্র দেয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকায় পৌর কর্তৃপক্ষ দ্বিতীয় বারের মতো এ দরপত্র স্থগিত ঘোষণা করে। ফলে আজ বুধবার এ দরপত্র জমাদানের দিন থাকলেও তা দেয়া সম্ভব হচ্ছে না। একের পর এক কাজ দাবি করে হুমকি ও দরপত্র স্থগিত ঘোষণা করায় একটি যেমন জীবননগর পৌরসভার উন্নয়ন কাজ হুমকির মুখে পড়েছে তেমনি টেন্ডার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।