হিজড়া ছদ্মবেশে ফেনসিডিল পাচারকারী জাহাঙ্গীর গ্রেফতার

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার: হিজড়া ছদ্মবেশে সাধারণ মানুষের নিকট থেকে শুধু অর্থ হাতিয়ে নেয়া নয়, এখন ওদের অনেকেই মারণ নেশা ফেনসিডিলও পাচার করছে। পুলিশের চোখে ধুলো দিয়ে হিজড়া সেজে মাদকপাচারকারীদের একজন জাহাঙ্গীর। সে কুমিল্লার দেবিদারের বাসিন্দা হলেও চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়া থেকে ফেনসিডিল পাচারের সময় হাতে নাতে ধরা পড়েছে। চুয়াডাঙ্গার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গতকাল বুধবার বেলা ১১টার দিকে আকন্দবাড়িয়া থেকে পাকড়াও করে। তার নিকট থেকে উদ্ধার করা হয় ৬০ বোতল ফেনসিডিল।
জানা গেছে, কুমিল্লা দেবিদারের রাজামহর চরের মোমিনুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন সরকার ওরফে সোহাগ ওরফে শামীম দীর্ঘদিন ধরে ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়ায় বসবাস করে আসছে। হিজড়া ছদ্মবেশে সে ফেনসিডিল পাচার করার এক পর্যায়ে গতকাল সে ধরাপড়ায় মুখোশ খুলেছে। চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় পাচারের উদ্দেশে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই শহিদুল ইসলাম, আসাদুজ্জামান ও আবেদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। হাতে নাতে ধরা পড়ে সে। জাহাঙ্গীর হোসেন যখন ধরাপড়ে তখন অবশ্য ওর পায়জামার নিচে ছিলো শাড়ি। পুলিশ আরও জানান, জাহাঙ্গীর হোসেন সরকার ওরফে সোহাগ ওরফে শামীমের বিরুদ্ধে ঝিনাইদহ ও ফরিদপুর জেলায় মাদকের মামলা রয়েছে ৭টি।