হাসপাতালে রোগীর খাবার এবং

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগীদের খাবার যথাযথভাবে দেয়া হয় না। এ অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগকারীদের দাবি, রোগীদের খাবার নানাভাবেই চুরি হয়। যেমনটি ঠিক সরবরাহ করার কথা, ঠিকাদার তেমনটি যেমন সরবরাহ করেন না, তেমনই রাধুনিও সুযোগ বুঝে সরান। কীভাবে? রাধুনী সুফিয়া খাতুন যখন রান্নাঘরে থাকেন, তখন সেখানে হাজির হন রিকশা চালক শফি। তার মাধ্যমেই মাছ মাংশ ভাত বাইরে দেয়া হয়। এ অভিযোগের প্রেক্ষিতে গতপরশু মঙ্গলবার যখন শফি ব্যাগ নিয়ে রিকশার দিকে, তখনই সাংবাদিকের উপস্থিতিতে কয়েকজন তা তল্লাশি করেন। কিছু মরিচ, মাছ, পেঁয়াজ পাওয়া গেলেও রাধুনি জানান, ওসব তার নিজের ব্যক্তিগত কেনা। পরে অবশ্য বিষয়টি আর বেশিদূর গড়ায়নি। তবে সিভিল সার্জন পরশু হাসপতাল পরিদর্শন করেন। তিনি খাবারের পরিমানও দেখেন।