হাবের হজ প্যাকেজ ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৫ সালে হজে যেতে সর্বনিম্ন খরচ পড়বে দু লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন। মুয়ালি্লম ফির সাথে বিমান ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার সংক্রান্ত হজযাত্রী নিবন্ধনে সরকারের নতুন নিয়ম পরিবর্তনের আহ্বান জানিয়ে হাব সভাপতি বলেন, সরকার এ সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী বছর ১০ হাজার হাজি পাওয়া যাবে না। সংবাদ সম্মেলনে হজযাত্রীদের নিবন্ধনের সময় শুধুমাত্র মুয়ালি্লম ফি বাবদ ৩০ হাজার টাকা জমা নেয়াসহ ধর্ম মন্ত্রণালয়ের কাছে হাবের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- হজযাত্রী পরবহনে আগ্রহী বিমান ও সৌদি এয়ারলাইন্সসহ মধ্যপ্রাচ্যভিত্তিক সব এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনে উন্মুক্ত করা, রমজানের আগেই ফ্লাইট সিডিউল ঘোষণা, কোনো হজযাত্রী হজে যেতে ব্যর্থ হলে সে জায়গায় অন্য হজযাত্রীকে নেওয়ার সুযোগ প্রদান, অনভিজ্ঞতা ও অনিচ্ছাকৃত ভুলের জন্য যে সব এজেন্সি অভিযুক্ত হয়েছে তাদের সাধারণ ক্ষমার আওতায় আনা, প্রত্যেক হজ এজেন্সিকে দুটি বারকোড দেয়ার সুযোগ, ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক না করে রান্না করে খাবার পরিবেশন করার সুযোগ দেয়া। সংবাদ সম্মেলনে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন এবার হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করবেন।