হাফটাইমের আগেই প্রায় হাফডজন গোলে ব্রাজিলের বিদায় নিশ্চিত

স্টাফ রিপোর্টার: পারলো না ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালের সব রেকর্ড ভেঙে জামার্নি একের পর এক গোল দিয়ে ব্রাজিলের বিদায় নিশ্চিত করেছে। মাত্র ৬ মিনিটেই ব্রাজিলের জালে বল দিয়েছে ৪টি জার্মানি। ২৯ মিনিটের মধ্যেই ব্রাজিলের জালে ৫ গোল!
টনিক্রুস করেছেন জোড়া গোল, একটি করে গোল মিরোস্লাভ ক্লোসা, টমাস মুলার, সামিখেদিরার। নেইমার নয়, ব্রাজিল অভাব বেশি বোধ করছে ডিফেন্ডার ও অধিনায়কচিয়াগো সিলভার।ব্রাজিলের জালে প্রথম গোলটি করেন টমাস মুলার। প্রথম কর্নারকেই গোলেপরিণত করেজার্মানি। ১১তম মিনিটে ডানদিক থেকে টনি ক্রুসের কর্নার সোজা মুলারের পায়েএসে পড়ে।অরক্ষিত এই ফরোয়ার্ড বলে জালে জড়াতে কোনো ভুল করেননি। এই বিশ্বকাপে এটাজার্মান ফরোয়ার্ডের এটি পঞ্চম গোল। গত বিশ্বকাপেও পাঁচটি গোল করেছিলেনতিনি।২৩তম মিনিটে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড গড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। ডিবক্সের ভেতর থেকে ক্লোসার প্রথম চেষ্টাটি ফিরিয়ে দেন জুলিও সেজার। কিন্তু ফিরতি শটআর ফেরাতে পারেননি তিনি।দু মিনিট পর দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারতেনমুলার। পা ছোঁয়াতে পারেননি বায়ার্ন মিউনিখের এই তারকা। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানোক্রুস। বাঁ বার ঘেঁষে তার শট জালে জড়ালে পিন পতন নীরবতা নেমে আসেস্টেডিয়ামে।ফের্নান্দিনিয়োর মারাত্মক ভুলে পরের মিনিটে দ্বিতীয় গোলটি পেয়েযান ক্রুস। মাত্র ২৬ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়নরা। স্টেডিয়ামেথাকা ব্রাজিল সমর্থকরা এ সময় নিজেদের ধরে রাখতে পারেননি। অনেককেই এসময় কাঁদতে দেখাযায়।তিন মিনিট পর মেসুত ওজিল-ক্লোসার গড়া আক্রমণ থেকে ব্যবধান ৫-০ করে ফেলেনসামি খেদিরা।