হাজি রমজান হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত বিউটিশিয়ানকে আদালতে সোপর্দ

 

জীবননগর ব্যুরো: ঢাকায় রহস্যজনকভাবে নিহত জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি রমজান আলী হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত বিউটিশিয়ান পারভীনা খাতুন (৩২) ওরফে রোজিনাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। গত মঙ্গলবার রাতে তাকে শহরের কাজি টাউয়ারে অবস্থিত প্রমাস মেকওভার বিউটি স্যালুন অ্যান্ড স্পা সেন্টার থেকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্র জানায়, ব্যবসায়ী হাজি রমজান আলী গত বছরের ১৩ ডিসেম্বর ব্যবসায়িক কাজে নৈশকোচে ঢাকায় যান। ঢাকার মিরপুর মাজার রোডে নামার পর তিনি নিখোঁজ হন। ১৪ ডিসেম্বর তার লাশ শেরেবাংলা নগরস্থ সিটি করপোরেশনের ড্যাম্পিং স্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী রাজিয়া আক্তার রেখা রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যামামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ নিহতের বড় ভাই হাজি মোতালেব হোসেনের ছেলে আল আমিনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভাতিজা আল আমিনের স্বীকারোক্তিতে এসআই আবুল হাশেম বিউটিশিয়ান রোজিনাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বিউটিশিয়ান পারভীনা ওরফে রোজিনা ঘটনার রাতে একই নৈশকোচে ঢাকায় যান এবং হত্যাকারীদের সাথে ষড়যন্ত্র করে বলে পুলিশের ধারণা।