হাইকোর্টে রিটের আদেশ : জীবননগর আদর্শ মহিলা কলেজ সরকারি করণের কার্যক্রম স্থিতাবস্থা জারি 

জীবননগর ব্যুরো: জীবননগর আদর্শ ডিগ্রি মহিলা কলেজ জাতীয়করণ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিটারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ ৩ মাসের স্থিতাবস্থা জারির আদেশ দেন। জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের ওপর স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থে জনৈক তৈয়ব আলী নামক জীবননগর ডিগ্রি কলেজের এক অভিভাবক হাইকোর্টে এক রিট দায়ের করেছিলেন। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।

১৯৮৪ সালে জীবননগর উপজেলা শহরে জীবননগর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৫ সালে এটি এমপিওভূক্ত লাভ করে। ৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত জীবননগর ডিগ্রি কলেছে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে। এইচএসসি, এইচএসসি (বিএম), উন্মূক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম, স্নাতক ও দুটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। রয়েছে পরিপূর্ণ অ্যাকাডেমিক ভবন। এ অবস্থার মধ্যে জীবননগর ডিগ্রি কলেজকে বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন ২০০৪ সালে প্রতিষ্ঠিত মাত্র ৬শ ছাত্রী অধ্যায়নরত জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকাভূক্ত করা হয়। এতে সংক্ষুদ্ধ হন জীবননগর ডিগ্রি কলেজের অভিভাবক মাধবখালীর তৈয়ব আলী। তিনি এ তালিকাভূক্তির বিরুদ্ধে স্থিতাবস্থা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেণ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানী শেষে জীবননগর আদর্শ ডিগ্রি মহিলা কলেজ জাতীয়করণ কার্যক্রমের ওপর ৩ মাসের স্থিতাবস্থা জারি করেণ। এ আদেশের ফলে আগামী ৩ মাসের মধ্যে জীবননগর আদর্শ ডিগ্রি মহিলা কলেজের সরকারি করণের প্রক্রিয়া ঝুলে গেল। রিট আবেদনকারীর পক্ষে হাইকোর্টের আইনজীবী ফারুক হোসেন রিটের শুনাণি শেষে আদেশের এ খবর নিশ্চিত করেছেন।