হাইকোর্টে খালেদা জিয়ার আবেদনের শুনানি পেছালো

স্টাফ রিপোর্টার: জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা দুটি আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ১২ মার্চ আবেদন দুটি শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশণ বেঞ্চ  বৃহস্পতিবার এ আদেশ দেন। আবেদন দুটি শুনানির জন্য  হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভূক্ত ছিলো।

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ অরফানেজ ও চ্যারিটেবল ট্রাষ্ট মামলার বিচার চলছে। এ বিচার চলাকালে ওই আদালতের প্রতি গত জানুয়ারি মাসে অনাস্থা দেন বিএনপি চেয়ারপারসন। এরপর ২৮ জানুয়ারি আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে দুটি আবেদন দাখিল করেন তিনি। ওই আদালত পরিবর্তনের আবেদন বিচারাধীন থাকাবস্থায় ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশেষ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার। পরে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকার ১৬ ও ১৭ নম্বরে অন্তর্ভূক্ত হয়। একই সাথে পরোয়ানা স্থগিত চেয়ে পৃথক দুটি সম্পূরক আবেদনও দাখিল করেন আইনজীবীরা। কিন্তু  এসব আবেদনের শুনানি না হওয়ায় ১২ মার্চ দিন ধার্য করে দেন আদালত।