হরিণাকুণ্ডু আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেফতার

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- হরিণাকুণ্ডু পৌরসভার চটকবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে হোসেন আলী (৩২), কাপাসহাটিয়া ইউনিয়নের গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের জানারুদ্দিনের ছেলে লিটন আলী (৩৫) ও একই গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে জিয়া (৩০)।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে উপপরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ওই তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গত ১২ সেপ্টেম্বর উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের রবিন হালদার, অবনি হালদার ও মদন কুমারের বাড়িতে ডাকাতিকালে বাড়ির লোকদের মারধর করে সোনার গয়না, মোবাইলফোন ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে হরিণাকুণ্ডু থানায় গত ১৪ সেপ্টেম্বর ডাকাতি মামলা দায়ের করা হয়। অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য হিসেবে এলাকার একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য গ্রেফতারকৃতদের ঝিনাইদহের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে।