হরিণাকুণ্ডুর ভিক্ষুক ছোটবুড়ি আলমসাধু থেকে পড়ে নিহত

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুর ভিক্ষুক ছোটবুড়ি (৪৭) ভিক্ষা করতে যেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল বুধবার বেলা ১১টার দিকে  উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গুচ্ছগ্রাম উন্মেষের অধিবাসী গোলাম রব্বানীর স্ত্রী ভিক্ষুক ছোটবুড়ি অন্যান্য দিনের মতো ইবি থানার মধুপুর বাজার থেকে আলমসাধুযোগে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার পথে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক আলমসাধুটিকে সজোরে ধাক্কা দিলে পেছনে বসা ছোটবুড়ি পড়ে যান। মারাত্মক আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ছোটবুড়ির স্বামী গোলাম রব্বানী শারীরিকভাবে অসুস্থ এবং একজন অসহায় ব্যক্তি। স্ত্রীর ভিক্ষা উপার্জিত আয় দিয়ে কোনো রকমে টেনেটুনে খেয়ে না খেয়ে তাদের সংসার চলতো। কিন্তু সংসারের উপার্জনক্ষম স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংবাদ শুনে বৃদ্ধ গোলাম রব্বানী নির্বাক হয়ে পড়েছেন। নিহত ছোটবুড়ি গুচ্ছগ্রামের পার্শ্ববর্তী আন্দুলিয়া গ্রামের বিলাত হোসেনের মেয়ে। অন্যদিকে গোলাম রব্বানী কাপাসহাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের এক ভূমিহীন পরিবারের সদস্য ছিলেন। রাতেই জানাজা শেষে গুচ্ছগ্রামের পুকুরপাড়ের কবর স্থানে তাকে দাফন করা হয়।