হরিণাকুণ্ডুতে ভুয়া অগ্নিকাণ্ড নির্বাপণ দেখিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তার বিরুদ্ধে জ্বালানির টাকা আত্মসাতের অভিযোগ

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু ফায়ার স্টেশনের কর্মকর্তা মিয়ারাজ উদ্দীনের বিরুদ্ধে ভুয়া আগুন দেখিয়ে সরকারি জ্বালানি পকেটস্থ করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সরকারি দায়িত্ব না থাকার পরও তিনি ১ হাজার ২শ টাকার অগ্নিনির্বাপক সিলিন্ডার জোরপূর্বক ব্যবসায়ীদের কাছে ৩ হাজার ৩শ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ। এভাবে তিনি হরিণাকুণ্ডু উপজেলায় প্রায় দুশ সিলিন্ডার বিক্রি করে অতিরিক্ত ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ পেয়ে বিভিন্ন গ্রাম ঘুরে ভুয়া আগুনের সত্যতা পাওয়া যায়। গত ৩১ মার্চ হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে কাজ না করে জ্বালানী আত্মসাত করা হয়। কেসমত ঘোড়াগাছা গ্রামের ইজাজুল বিশ্বাসের বাড়িতে কোনো আগুন না লাগলেও ঘণ্টার পর ঘণ্টা কাজ দেখিয়ে জ্বালানি পকেটস্থ করা হয়েছে। গত ১৫ মে বিরামপুর গ্রামের শামছুল হকের বাড়িতে আগুন লাগার ভুয়া কাহিনী সাজিয়ে সরকারি তেল হজম করা হয়। গত ২৪ মে বৈঠাপাড়া গ্রামে শিমুল বিশ্বাসের পানবরজে আগুন লাগলেও দমকলবাহিনী যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। তারপরও দুর্নীতিবাজ মিয়ারাজ উদ্দীন ঘণ্টার পর ঘণ্টা কাজ দেখিয়ে তেল আত্মসাৎ করা হয়েছে। এভাবে হরিণাকুণ্ডুর বিভিন্ন গ্রামে ভুয়া আগুন লাগার গল্প সাজিয়ে মিয়ারাজ উদ্দীন সরকারের লাখ লাখ টাকা আত্মসাৎ করেও বহাল বতিয়তে চাকরি করে যাচ্ছেন। অভিযোগ পাওয়া গেছে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিক্রি তার দায়িত্বের মধ্যে পড়ে না। আর বিক্রি করলেও তার মূল্য হচ্ছে ১ হাজার ২শ টাকা। অথচ হরিণাকুণ্ডুর বিভিন্ন বাজারে হুমকি ধামকি দিয়ে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিক্রির সত্যতা পাওয়া গেছে।

সরেজমিনে হরিণাকুণ্ডুর শাখারীদহ বাজার, বৈঠাপাড়া ও সাতব্রিজ এলাকা ঘুরে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শাখারীদহ বাজারের শেখ মেশিনারিজের মালিক বলেন, তার কাছে হুমকি দিয়ে বেশ কয়েকটি সিলিন্ডার বিক্রি করেছেন মিয়ারাজ উদ্দীন। হরিণাকুণ্ডুর চারাতলা বাজারেও তিনজনের কাছে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিক্রি করার অভিযোগ রয়েছে। বৈঠাপাড়া গ্রামের বেল্টুর মোড়ে নাসির উদ্দীনের রাইচ মিলে ৩ হাজার ৩শ টাকা দরে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিক্রি করেছেন। সাতব্রিজ এলাকার হাজি ট্রেডার্সের মালিক আফাঙ্গীর বিশ্বাসের কাছেও জোরপূর্বক ৩ হাজার ২শ টাকা দরে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিক্রি করেছেন। সরকারি দায়িত্ব পালন না করে মিয়ারাজ উদ্দীন সারা দিন অগ্নিনির্বাপক সিলিন্ডার বিক্রি করে বেড়ান। কাগজ কলমে জনসংযোগ ও মহড়া দেখিয়ে তিনি প্রায় তিনি সরকারি জ্বালানি আত্মসাৎ করে যাচ্ছেন। এ বিষয়ে স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দীন তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়টি এড়িয়ে যাতে পত্রিকায় সংবাদ প্রকাশ না হয় সে জন্য অনুরোধ করেন। তিনি হরিণাকুণ্ডু ও ঝিনাইদহের বিভিন্ন আত্মীয়স্বজনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করেন। এলাকাবাসী এই মহা দুর্নীতিবাজ কর্মকর্তার পদোন্নতি বন্ধ করে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।