হরিণাকুণ্ডুতে পিতারলাটা হাম্বারের নিচে চাপা পড়ে প্রাণ হারালো অবুঝ শিশু জীম

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাত্র ১৬ মাস বয়সী জীম পিতার লাটা হাম্বারের নিচে চাপা পড়ে জীবন হারালো। হরিণাকুণ্ডু পৌরসভার ৪নং ওয়ার্ডের রোজদার আলীর ছেলে ফরিদ উদ্দিন প্রতিদিনের মতো লাটা হাম্বারের ভাড়া মারার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার পার্শ্ববর্তী নারায়ণকান্দি থেকে গাড়িতে বালি বোঝাই করে নিজ বাড়ি হরিণাকুণ্ডু হাসপাতাল গেট সংলগ্ন বিরামপুরগামী রাস্তার ক্যানালের পাড়ে গাড়ি রেখে সকালের খাবার খেতে বাড়িতে ঢোকেন। খাবার শেষে তড়িঘড়ি করে বালির ভাড়ামেরে আসার জন্য গাড়ি স্ট্যার্ট দিয়ে চালাতে শুরু করে। চলার সাথে সাথে পেছনের চাকার নিচে কিছু একটা পড়ে ফাটার মতো শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে তাকিয়ে দেখে আদরের জীমের মাথা ফেটে মগজ বেরিয়ে ছিটকে পড়েছে। সাথে সাথে অবুঝ জীমের প্রাণবায়ু উড়ে যায়। বুক ফাটা আর্তনাদ করে জীমকে গাড়ির নিচ থেকে বের করে আনেন পিতা রোজদার আলী। পিতার গাড়িতে ছেলে মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে শশ মানুষ ফরিদের বাড়িতে ভিড় জমিয়ে অশ্রুকাতর হয়ে পড়ে। জীমের মা লাখি খাতুন জীমকে হারিয়ে পাগল প্রায় হয়ে পড়েছে। ৬ বছর বয়সী বড় মেয়ে মীমকে বুকে জড়িয়ে শুধু পাগলের মতো আর্তনাদ করছে।