হরিণাকুণ্ডুতে পাঞ্জেরি ও লেকচার গাইড জব্দের নির্দেশ

 

 

স্টাফ রিপোর্টার: একাদশ শ্রেণির বাংলা বইতে বঙ্গবন্ধুর জীবনতিহাস বিকৃতি করার অভিযোগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বাজার হতে পাঞ্জেরি ও লেকচার গাইড জব্দের নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশনার আলোকে গতকাল হরিণাকুণ্ডুর প্রফেসর লাইব্রেরিতে পুলিশ অভিযান চালিয়ে তিনটি পাঞ্জেরি বাংলা গাইড জব্দ করে। দেশের অন্যান্য এলাকাতেও এ জাতীয় অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিষয়টি সম্পর্কে পাঞ্জেরি রিপাবলিকেশন্স কর্তৃপক্ষের ভাষ্য জানতে চাইলে তারা বলেন, বঙ্গবন্ধুর জীবনতিহাস সম্পর্কিত অর্টিকেলটিতে তার জন্ম তারিথ ১৭ মার্চের পরিবর্তে ভুলবশতঃ ২০ মার্চ ছাপা হয়েছে। বিষয়টি তাদের দৃষ্টি গোচর হওয়ার সাথে সাথে ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিগগিরই সংশোধিত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। ভুল প্রিন্টেড একাদশ শ্রেণির বাংলা পাঞ্জেরি ও লেকচার গাইড বিভিন্ন এলাকার বই বাজার হতে বান্ডিল বেঁধে কর্তৃপক্ষ বরাবর ফেরত পাঠাতে দেখা গেছে।