হরিণাকুণ্ডুতে কবরস্থান থেকে লাশের হাড়গোড় তুলে নিয়ে যাচ্ছে একটি চক্র

 

স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডুর কবরস্থান থেকে লাশের হাড়গোড় তুলে নিয়ে যাচ্ছে একটি চক্র। ১৫ দিনের ব্যবধানে ৬টি কবর থেকে হাড় তুলে নেয়ার ঘটনা ঘটেছে। উপজেলা সদরের ৫ কিলোমিটার দূরবর্তী তাহেরহুদা ইউনিয়নের গাজীপুর গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। চলতি মাসের ১৩ তারিখে প্রথমে রমজান ব্যাপারীর কবর খুঁড়ে হাড় চুরির অভিযোগ করে তার ছেলে ডা. হামিদ। পরবর্তীতে গত ২৬ ও ২৭ তারিখ রাতে পর্যায়ক্রমে একই গ্রামের নবীন আলী, ফজলর রহমানু, ইদ্রিস আলী, বুদো ও নিহাল মণ্ডলের স্ত্রীর কবর থেকে একইভাবে হাড় চুরি করে নিয়ে যায় বলে স্বজনরা জানান। প্রতিটি কবরের বুক বরাবর তিনটি আতালে সরিয়ে বিশেষ কৌশলে কবরের ভেতর থেকে লাশের হাড় তুলে নেয়া হচ্ছে। নবীন আলীর মেয়ে শিলা অভিযোগ করেন, আমার পিতাকে আজ থেকে ৬ বছর পূর্বে বর্বরোচিতভাবে হত্যা করে লাশ গুম করে রাখে ঘাতক সন্ত্রাসীরা। প্রায় মাসখানেক পর পুলিশ অভিযান চালিয়ে আমার পিতার গলিত লাশ উদ্ধার করে। আমরা পিতার শেষ স্মৃতিচিহ্ন হিসেবে তাকে গ্রামীণ কবরস্থানে শরীয়ত মোতাবেক দাফন করি। মাঝে মধ্যে পিতার কবরের পাশে গিয়ে দোয়া দরুদ পাঠ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে কিছুটা হলেও তৃপ্তি বোধ করে থাকি। কিন্তু শেষ পর্যন্ত কবর থেকে তার লাশের হাড়গোড় চুরি হয়ে যাওয়ায় আমরা চরমভাবে ক্ষুব্ধ ও বেদনাহত। শিলা তার পিতাসহ অন্য ৫ ব্যক্তির লাশের ন্যায় আর যাতে কোনো লাশের হাড়গোড় চুরি না হয়ে যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। লাশের হাড় চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।