হরতাল অবরোধের প্রভাবে শেয়ারবাজারে ধস

 

স্টাফ রিপোর্টার: টানা অবরোধ-হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের দু শেয়ারবাজারে ধস নেমেছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বছরের সবচেয়ে বড় দরপতন ঘটেছে। একদিনে সূচক ৭৬ পয়েন্ট হ্রাস পেয়েছে। রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রামে। বুধবার বড় ধরনের বিপর্যয় ঘটেছে শেয়ার লেনদেনে। অবরোধ হরতালের কারণে সাধারণ বিনিয়োগকারীরা হাউজে ‍উপস্থিত হয়ে লেনদেনে অংশ নিতে পারছেন না। আর প্রাতিষ্ঠানিক ও বড় পুঁজির বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে দু শেয়ার বাজারে স্থবিরতা নেমে এসেছে। ইতোমধ্যে পুজিবাজারে গুজব ছড়িয়েছে, যেকোনো সময় বড় ধরনের ধস নামতে পারে। এর এই আতঙ্ক ও রাজনৈতিক পরিস্থিতি চিন্তা করে অনেকেই কম দরে হাতে থাকা শেয়ার ছেড়ে দিচ্ছেন। সাধারণত জানুয়ারি মাসে বাজার পরিস্থিতি কিছুটা ভালো থাকার কথা। কিন্তু বাস্তবে এবার উল্টোটা ঘটেছে। প্রায় প্রতিদিনই মূল্যসূচক ও লেনদেনের পরিমান হ্রাস পাচ্ছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০১৪ সালে ৬ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মূল্যসূচক ২৮৮ পয়েন্ট বেড়েছিলো। লেনদেনও ৩শ কোটি থেকে ৭শ কোটিতে উন্নীত হয়েছিলো। কিন্তু এ বছর ৬ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মূল্যসূচক কমেছে ১৮৬ পয়েন্ট। আর লেনদেন ৩শ কোটি নিচে ২৮১ কোটিতে দাড়িয়েছে। বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৩ পয়েন্ট হ্রাস পেয়ে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৮১ কোটি।